অনলাইন ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগের চেয়ে ভালো আছেন। আগামী কয়েক দিনের মধ্যে তার পরীক্ষা-নিরীক্ষা রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসা পদ্ধতি ঠিক করা হবে।

লন্ডন থেকে এ তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. মোহাম্মদ আল মামুন।

সোমবার (১৩ জানুয়ারি) রাতে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন আগের চেয়ে ভালো আছেন।

তার অনেকগুলো পরীক্ষা করা হয়েছে। শনিবার ও রবিবার সাপ্তাহিক ছুটি ছিল। সোমবার প্রথম কর্মদিবসে আরো কিছু পরীক্ষার পর চিকিৎসকেরা বসে বিএনপি চেয়ারপারসন চিকিৎসা পদ্ধতি ঠিক করবেন।
খালেদা জিয়া লিভারের চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র যাবেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটি এখনো বলার সময় হয়নি। তবে মনে হচ্ছে, যুক্তরাষ্ট্র যাওয়া না-ও লাগতে পারে।
ডা. মামুন বলেন, ‘তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের হাতে রান্না করা খাবার খাচ্ছেন বিএনপি চেয়ারপারসন। চিকিৎসকদের পরামর্শে তাকে বাসার খাবার দেওয়া হচ্ছে।’

একাধিক সূত্র জানায়, ছেলে তারেক রহমান ও পুত্রবধূ জুবাইদা রহমান ও তিন নাতনিসহ পরিবারের সদস্যরা হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার সার্বক্ষণিক পরিচর্যা করছেন। অধিকাংশ সময় তারা হাসপাতালে থাকছেন।
এর আগে রবিবার রাতে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন লন্ডন ক্লিনিকে অপেক্ষমাণ সাংবাদিকদের জানান, অধ্যাপক জন প্যাট্রিক কেনেডি হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখে গেছেন। এই বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনেই লন্ডনে দ্য ক্লিনিকে তার চিকিৎসা চলছে।

তিনি জানান, হাসপাতালে ভর্তির পর এরই মধ্যে খালেদা জিয়ার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা করা হয়েছে। সেসব পরীক্ষার রিপোর্টের ভিত্তিতে তার প্রাথমিক চিকিৎসা চলছে।

রবিবার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও তার সফরসঙ্গী এনামুল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি জানান, হাসপাতালে থেকেও খালেদা জিয়া দেশের খোঁজখবর নিয়েছেন। জানতে চেয়েছেন, বর্তমান অবস্থা কী?

৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ শারীরিক নানা জটিলতায় ভুগছেন।