Home জাতীয় ‘আগের চেয়ে কমে এসেছে চাঁদাবাজি-হত্যা’

‘আগের চেয়ে কমে এসেছে চাঁদাবাজি-হত্যা’

অনলাইন ডেস্ক : সারা দেশে সেনাবাহিনীর কর্মতৎপরতায় চাঁদাবাজি ও হত্যা আগের চেয়ে কমে এসেছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে সেনা সদর আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সামরিক অপারেশন পরিদপ্তরের কর্নেল স্টাফ কর্নেল শফিকুল ইসলাম।

তিনি বলেন, আমরা আমাদের কর্মতৎপরতা অব্যাহত রাখছি। শুধু মব জাস্টিস নয়, যে কোনো ধরনের চাঁদাবাজি-হত্যা আগের চেয়ে কমে এসেছে। কিছু হটস্পট চিহ্নিত করা হয়েছে, সেগুলো নজরে রাখছি। অদূরভবিষ্যতে আরও কমে আসবে।

তিনি বলেন, সেনা সদস্যের বিরুদ্ধে ডাকাতির অভিযোগে তদন্ত চলমান আছে। সেনাবাহিনী বনানী এলাকায় ডাকাতির ঘটনা অনাকাঙ্ক্ষিত। তাদের বিচারের মুখোমুখি করা হচ্ছে। জনগণের আস্থার জায়গায় সব সময় সেনাবাহিনীকে পাবেন।

এ সময় কর্নেল শফিকুল ইসলাম বলেন, বাজার নিয়ন্ত্রণে সরকার সহায়তা চাইলে সেনাবাহিনী সেভাবে কাজ করবে। বান্দরবানে ২২ জন রাবার শ্রমিক অপহরণের বিষয়ে তিনি বলেন, তাদের কোনো একটি গ্রুপ অপহরণ করেছে। তাদের উদ্ধারের জন্য টহল চলমান রয়েছে।

কর্নেল শফিকুল আরও বলেন, কুকি চিনের দৌরাত্ম্য অবরোধ করতে পেরেছি। গতকালও তাদের দুটি ক্যাম্প ধ্বংস করতে পেরেছি। আমাদের আভিযানিক কার্যক্রম অনেক ভালো। অনেক বম পরিবার তাদের জায়গায় চলে আসছে।

Exit mobile version