Home আন্তর্জাতিক আগামী বছর বিয়ে করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

আগামী বছর বিয়ে করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক : আগামী বছরের মাঝামাঝিতে প্রেমিকা ক্যারি সিমন্সকেই বিয়ে করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। ২০২২ সালের ৩০ জুলাই বিয়ের দাওয়াত দিয়ে পরিবার ও বন্ধুমহলকে কার্ড পাঠিয়েছেন এই যুগল।

ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সান এর বরাতে জানা যায়, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন তার বান্ধবী ক্যারি সিমন্ডসকে আগামী গ্রীষ্মে বিয়ে করতে যাচ্ছেন। তাদের বিয়ে ঠিক কোথায় হবে তা কঠোরভাবে গোপন রাখা হয়েছে। ২০২০ সালের ফেব্রুয়ারিতে বাগদান হয়েছে জনসন ও সিমন্সের।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ২০২০ সালের ফেব্রুয়ারিতে বরিস ও ক্যারি জানান, তারা বিয়ে করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছেন। তাদের সন্তান আসছে। ২০১৯ সালে বরিস যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হন।

৫৬ বছর বয়সী বরিস ও ৩৩ বছর বয়সী ক্যারি তাদের ছেলে উইলফ্রেড লরি নিকোলাস জনসনকে নিয়ে ১০ ডাউনিং স্ট্রীটে বসবাস করেন। গত বছর তাদের এ সন্তানের জন্ম হয়। তার নাম উইলফ্রেড লরি নিকোলাস।

Exit mobile version