অনলাইন ডেস্ক : আদমশুমারি করতে আগামী নভেম্বরে কারফিউ জারি করা হবে ইরাকে। এ লক্ষ্যে আগামী নভেম্বরে দেশজুড়ে জারি করা হবে দুই দিনের কারফিউ। ২৭ বছরের মধ্যে দেশের প্রথম আদমশুমারির জন্য আগামী নভেম্বরে দুই দিনের কারফিউ জারি করবে বলে দেশটির কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানী রবিবার (২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বলেছেন, ‘জনসংখ্যা শুমারি করার জন্য ২০ এবং ২১ নভেম্বর ইরাকের সব প্রদেশে কারফিউ জারি করা হবে।’

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আদমশুমারির আগে পরিসংখ্যানগত কর্মীদের প্রশিক্ষণের জন্য কুর্দিস্তান আঞ্চলিক সরকারের (কেআরজি) সঙ্গে সমন্বয় চূড়ান্ত করাসহ প্রক্রিয়াটির জন্য বিভিন্ন ব্যবস্থা অনুমোদন করা হয়েছে। এ ছাড়াও কর্মীদের প্রশিক্ষণের জন্য শ্রেণিকক্ষ এবং যুব কেন্দ্র প্রদানের জন্য একাধিক মন্ত্রণালয় থেকে সহায়তা পাওয়া যাবে বলেও রিপোর্টে বলা হয়েছে।

কয়েক দশকের সংঘাত ও সহিংসতায় বিধ্বস্ত ইরাক এর আগে বেশ কয়েকবার আদমশুমারির কার্যক্রম স্থগিত করেছে। বিশেষ করে ২০১০ সালে বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনার কারণে আদমশুমারি স্থগিত করেছিলো দেশটি।

বর্তমানে দেশটির জনসংখ্যা প্রায় ৪ কোটি ৩০ লাখ বলে ধারণা করা হয়।

সূত্র: আল জাজিরা