অনলাইন ডেস্ক : ১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবসে আওয়ামী লীগের বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা নিয়ে, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ফোনালাপে সতর্ক অবস্থানে বৈষম্যবিরোধী ছাত্ররা। রবিবার আওয়ামী লীগের জমায়েতের ঘোষণায় পাল্টা কর্মসূচি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও। কিন্তু তার আগে রাতেই ছাত্রদের স্লোগানে উত্তাল হয় রাজধানীর জিরো পয়েন্টে নূর হোসেন চত্বর।
শনিবার (৯ নভেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিলও করেন তারা। নূর হোসেন দিবস পালনের একদিন আগে শনিবার রাতে রাজধানীর জিরো পয়েন্টে নূর হোসেন চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ করেন ছাত্ররা। রাস্তায় আগুনে জ্বালিয়ে শেখ হাসিনা ও আওয়ামী লীগ বিরোধী স্লোগান দেন ছাত্র-জনতা।
তারা জানান, আওয়ামী দোসরদের ষড়যন্ত্র প্রতিহত করতে রাজপথে নেমেছেন। কোন অবস্থায় ষড়যন্ত্র সফল হতে দেবে না ছাত্র-জনতা। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে গণহত্যার বিচারের দাবি জানান ছাত্ররা।