অনলাইন ডেস্ক : চাকরি স্থায়ী করার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করা আউটসোর্সিং কর্মীদের সরিয়ে দিয়েছে পুলিশ। আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ করা হয় এ সময়।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৩টার পর সড়কে অবস্থান নেন আউটসোর্সিং কর্মীরা। তারা দুঘণ্টার বেশি সময় ধরে সড়কে অবস্থান করছিল। এতে যানচলাচল বন্ধ হয়ে যায় সড়কটিতে। ফলে তীব্র যানজট দেখা দেয় আশপাশের এলাকায়।
এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিক্ষোভকারীদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করে। তবে তা উপেক্ষা করেই সড়কে অবস্থান করেন তারা। একপর্যায়ে জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। বর্তমানে স্বাভাবিক রয়েছে যান চলাচল।
এ ঘটনায় বিক্ষোভকারীদের অন্তত চারজন আহত হন। এদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে দুইজন।
প্রসঙ্গত, বিক্ষোভকারীরা সরকারি, স্বায়ত্তশাসিত দফতর ও অধিদফতরের সকল প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রকল্পে কর্মরতদের চাকরি স্থায়ী করার দাবি জানিয়ে আসছেন।
দুই ঘণ্টার বেশি সময় ধরে প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করে রেখেছিল আউটসোর্সিং কর্মীরা। এতে সচিবালয় ও আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। পরে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা অবরোধকারীদের বার বার সড়ক থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করেন। কেউ তাতে কর্ণপাত না করায় জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। পুলিশ বিক্ষোভকারীদের ওপর পাঁচটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় আহত হন দুই জন। এই মুহূর্তে প্রেসক্লাবের সামনে থমথমে পরিস্থিতি বিরাজ করছে, তবে যানচলাচল স্বাভাবিক।