অনলাইন ডেস্ক : ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ারের কাছে ছুরি ও হাতুড়ি দিয়ে হামলা চালিয়েছে এক হামলাকারী। এতে অন্তত একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুইজন। আজ রবিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘হামলাকারী কোয়াই ডি গ্রেনেলে পর্যটকদের হামলার টার্গেট করেছিল- এটি আইফেল টাওয়ারের কাছে।’ তিনি জানান, ২৬ বছর বয়সী ফরাসি এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। সন্দেহভাজনকারী এক পর্যটক দম্পতির কাছে যায় এবং জার্মান নাগরিককে ছুরি দিয়ে কোপায়।

এরপর হামলাকারীকে ধাওয়া করে পুলিশ। তবে এরমধ্যে আরও দুইজনের ওপর হাতুড়ি দিয়ে হামলা চালায় সন্দেহভাজনকারী। আহতদের দেশটির জরুরি পরিষেবা চিকিৎসা দিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী ডারমানিন বলেছেন, ‘হামলাকারী আল্লাহু আকবর বলে চিৎকার করছিলেন।’ পরবর্তী সময়ে পুলিশ জানায়, আফগানিস্তান এবং ফিলিস্তিনে বহু মুসলিম মারা যাচ্ছেন- এনিয়ে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালে হামলার পরিকল্পনার কারণে সন্দেহভাজনকারীর চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল এবং তিনি ফরাসি নিরাপত্তা পরিষেবার পর্যবেক্ষণ তালিকায় ছিলেন। ডারমানিন জানান, হামলাকারীর মানসিক রোগে ভুগছিলেন।