Home খেলাধুলা আইপিএলে দ্রুতগতির বোলিংয়ের রেকর্ড নর্টিয়েরের

আইপিএলে দ্রুতগতির বোলিংয়ের রেকর্ড নর্টিয়েরের

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ভারতেই বেশি আয়োজন হয়েছে। এর বাইরে দক্ষিণ আফ্রিকায় হয়েছে আইপিএল। এবার আসর বসেছে সংযুক্ত আরব আমিরাতের উচ্চ তাপমাত্রায় ঘাষহীন শুষ্ক-ফাঁটা উইকেটে। অথচ মরা ওই উইকেটেই আইপিএলের সবচেয়ে দ্রুতগতির বলটি করলেন দিল্লি ক্যাপিটালসের পেসার এনরিক নর্টিয়ের। ঘণ্টায় ১৫৬.২২ কিলোমিটার গতিতে বল করেছেন তিনি।

আগের ১২তম আসরে এতো জোরে বল করতে পারেননি কেউ। আইপিএলের ২০২০ আসরে শুধু ওই একটা বল নয় দ্রুতগতির পাঁচটি বল করেছেন নর্টিয়ের। নিজের বলের গতি দেখে অবশ্য বিস্মিত হয়েছেন নর্টিয়ের। তবে দক্ষিণ আফ্রিকান এই পেসারের দিল্লি ক্যাপিটালসের এবং জাতীয় দলের পেস বোলিং সঙ্গী কাগিসু রাবাদা মোটেও বিস্মিত হয়নি।

মজার ব্যাপার হলো, নর্টিয়েরের ওই দ্রুতগতির বলটায় দুর্দান্ত এক স্কুপ শটে চার মেরেছেন রাজস্থান রয়্যালসের ওপেনার জস বাটলার। নর্টিয়ের ওই শট নিয়ে জানিয়েছেন, তিনি জানতেন বাটলার স্কুপ শট খেলেন। কিন্তু প্রথম যখন বাটলার শটটা খেলেছেন তিনি বিস্মিত হয়েছিলেন। পরের বলে আবার বাটলার স্কুপ খেলবেন ভাবতেই পারেননি।

ম্যাচ শেষে শেখর ধাওয়ানের সঙ্গে ভিডিও আলাপে দ্রুতগতির ওই বোলিং নিয়ে নর্টিয়ের বলেছেন, ‘রেকর্ডটা সম্পর্কে পরে জেনেছি। বল করার সময় বুঝতে পারেনি। আমি আমার বলের গতি বাড়ানোর জন্য অনেক পরিশ্রম করেছি এবং সেটারই ফল পেয়েছি। গতি বাড়ানোর জন্য আমার দুই পা ও ডানহাতের অবস্থান নিয়ে কাজ করেছি। গতিতে বল করার এই দৃষ্টিভঙ্গি ধরে রাখতে চাই।’

Exit mobile version