Home খেলাধুলা আইপিএলকে না বেয়ারস্টো, ওকস ও মালানের

আইপিএলকে না বেয়ারস্টো, ওকস ও মালানের

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনজন ইংলিশ ক্রিকেটার। জনি বেয়ারস্টো, ক্রিস ওকস ও ডেভিড মালান জানিয়েছেন, তারা আইপিএলের দ্বিতীয় অংশে খেলছেন না।

না খেলার কারণ হিসেবে ব্যক্তিগত কারণ দেখিয়েছে তারা। যদিও শুরুতে গুঞ্জন ছড়িয়েছে, ম্যানচেস্টার টেস্ট বাতিল হবার কারণেই তারা আইপিএল খেলবেন না তারা। স্থগিত হওয়া আইপিএলের বাকি অংশ সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে ১৯ সেপ্টেম্বর থেকে। সানরাইজার্স হায়দরাবাদে বেয়ারস্টো, দিল্লিতে ওকস এবং পাঞ্জাবে মালানের খেলার কথা ছিল।

ইংলিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, টেস্ট বাতিলের কারণে ইংল্যান্ড ড্রেসিংরুমে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে। সিরিজে তারা ২-১ ব্যবধানে পিছিয়ে ছিল। ম্যানচেস্টারে ঘুরে দাঁড়িয়ে সিরিজ ড্র করতে মুখিয়ে ছিল তারা। কিন্তু ম্যাচটা পরিত্যক্ত হওয়ায় ইংলিশ ক্রিকেটাররা ক্ষুদ্ধ।

‘দ্য সান’-এর প্রতিবেদন, টেস্ট বাতিলের জেরে ইংল্যান্ডের একজন ক্রিকেটার আইপিএলের দ্বিতীয়পর্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়েছেন। যদিও সেই ক্রিকেটারের নাম উল্লেখ করা হয়নি প্রতিবেদনে। এর পরপরই বেয়ারস্টো, ওকস ও মালানের নাম গণমাধ্যমে আসে।

এর আগে ইংলিশ ক্রিকেটারদের মধ্যে জস বাটলার ও বেন স্টোকস ব্যক্তিগত কারণে এবং জফরা আর্চার ইনজুরির কারণে আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন।

Exit mobile version