স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে পাকিস্তানে ডেকে নিয়ে দ্বিপাক্ষিক পূর্ণাঙ্গ সিরিজ আয়োজন করে ২০০ কোটি আয় করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

২৪ বছর পর সফরে গিয়ে তিন ম্যাচের টেস্ট, তিন ম্যাচের ওয়ানডে আর একমাত্র টি-টোয়েন্টিতে অংশ নেয় অস্ট্রেলিয়া ক্রিকেট দল।

টেস্ট সিরিজের প্রথম দুই খেলায় ড্র করা স্বাগতিক পাকিস্তান শেষ টেস্টে হেরে সিরিজ হাতছাড়া করে। আর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পায় বাবর আজমরা।

তবে একমাত্র টি-টোয়েন্টিতে হেরে যায় পাকিস্তান।

টেস্ট ও টি-টোয়েন্টি ট্রফি হাতছাড়া করলেও আর্থিকভাবে বড় লাভ হয়েছে পাকিস্তানের। অস্ট্রেলিয়াকে নিয়ে ঘরের মাঠে সিরিজ আয়োজন করে ২০০ কোটি ‍রুপি আয় করেছে পাকিস্তান।

বোর্ডের প্রকাশিত এক ভিডিও বার্তায় পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা জানিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে হারানো আমাদের জন্য বাঁকবদল বলে প্রমাণিত হয়েছে। এটা আমাদের ক্রিকেটকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। এর প্রভাব পিএসএলেও দেখা গেছে। মানুষ এখন এ দলকে নিজের বলে মনে করে, যেটা আমাদের আর্থিকভাবে সাহায্য করেছে। আর্থিক দিক বিবেচনায় আমরা আগের সব রেকর্ড ভেঙেছি। আমার ধারণা, এ সফর থেকে প্রায় ২০০ কোটি রুপি আয় করব, যেটা বিশাল।

পাকিস্তানের সাবেক এই অধিনায়ক আরও বলেন, ক্রিকেট ও আর্থিক দিক থেকে আমরা সঠিক পথেই আছি। কিন্তু অবকাঠামোতে অনেক পিছিয়ে আছি। আমি অস্ট্রেলিয়া সিরিজ শেষ হওয়ার অপেক্ষায় ছিলাম। এরপরই আমরা এমন পথে হাঁটব, যেখানে তরুণদের কোচিং, অনুশীলন ও পড়াশোনায় নজর দেব।