অনলাইন ডেস্ক : বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে একটি ব্যতিক্রমী ইভেন্টের আয়োজন করা হয়েছে। স্বাধীনতাযুদ্ধের শহীদ ও বীরাঙ্গনাদের স্মরণে ব্রিসবেনের স্থানীয় সরকার পর্যায়ে আগামী সোমবার ‘লাইট আপ ব্রিসবেন’ শীর্ষক অনুষ্ঠানটি হবে। এতে সেখানকার দুটি ঐতিহাসিক স্থাপত্যের নিদর্শন স্টোরি ব্রিজ এবং ভিক্টোরিয়া ব্রিজ বাংলাদেশের জাতীয় পতাকার রঙে লাল-সবুজ আলো দিয়ে আলোকিত করা হবে। ব্রিসবেন সিটি কাউন্সিলের সহায়তায় প্রথমবারের মতো অস্ট্রেলিয়াতে এ রকম কোনো অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন ব্রিসবেন ইনক (ব্যাব)।
অনুষ্ঠানটির তত্ত্বাবধানে রয়েছেন এমএলসি মুভমেন্ট ইন্টারন্যাশনাল ইনক, ব্রিসবেন চ্যাপ্টারের লিড ড. জিশু দাসগুপ্ত, ব্যাবের সভাপতি মুনির রহমান, সহসভাপতি মো. মাসুদ ইফতেখারুল আলম, নির্বাহী সদস্য রোমেন ইসলাম, জাহাঙ্গীর হোসেন, তাহসিন আলী, নিপু খান ও ফারজানা জাহান।
এ বিষয়ে ড. জিশু দাসগুপ্ত বলেন, প্রবাসে থেকে নিজের দেশের পতাকাকে যে কোনোভাবে তুলে ধরতে পারাটা আমার ও সব বাংলাদেশিদের জন্য একটি উত্তেজনাকর মুহূর্ত। আমরা মনে করি- আমাদের পরবর্তী প্রজন্ম ও ভিনদেশি মানুষের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ অর্থ বহন করবে।
এ ছাড়া একই দিনে ব্যাবের পক্ষ থেকে ব্রিসবেন কাউন্সিলের কাছে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা হস্তান্তর করা হবে। আগামী ২৬ মার্চ প্রথম প্রহরে ব্রিসবেন সিটি হলে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হবে। আয়োজকরা মনে করেন, এই অনুষ্ঠানগুলো ব্রিসবেনে বসবাসরত বাংলাদেশের নতুন প্রজন্ম ও অন্যান্য সম্প্রদায়কে স্বাধীনতা যুদ্ধের ইতিহাস জানাতে উৎসাহিত করবে।
১৩ মার্চ ব্যাব স্বাধীনতা কাপ টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট ২০২১ আয়োজনের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন শুরু হয়েছে। এতে ব্রিসবেনে বসবাসরত বাংলাদেশিরা সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। এ ছাড়া আজ শনিবার সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে অস্ট্রেলিয়ার অন্য সব সম্প্রদায়ের কাছে আমাদের সংস্কৃতি ও ইতিহাস তুলে ধরা হবে।