বিনোদন ডেস্ক : রাত পোহালেই ৯৭তম অস্কারের মূল পর্বের অনুষ্ঠান শুরু হবে। এবার অস্কার মঞ্চে একাধিক চর্চিত তারকা পুরস্কার ঘোষণা করবেন। সেই তালিকায় নাম ছিল বর্ষীয়ান আমেরিকান অভিনেতা হ্যারিসন ফোর্ডের।

ভ্যারাইটি জানাচ্ছে, অভিনেতা এবার অস্কারের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারছেন না। হ্যারিসনের মুখপাত্র গণমাধ্যমকে জানিয়েছেন, অভিনেতা সম্প্রতি ‘শিঙ্গল্‌স’ রোগে আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রিপোর্ট হাতে আসার পর জানা যায়, হ্যারিসন এই রোগে আক্রান্ত হয়েছেন। ‘শিঙ্গল্‌স’ এক ধরনের ভাইরাল সংক্রমণ। রোগে আক্রান্ত হলে শরীরে র‌্যাশ দেখা দেয়, দেহে ব্যথা শুরু হয়।

অস্কার মঞ্চে পুরস্কার প্রদান করবেন গ্যাল গ্যাডো, জো সালদানা, স্যামুয়েল এল জ্যাকসন, রবার্ট ডাউনি জুনিয়র, ডেভ বাতিস্তা প্রমুখ। সেখানে ৮২ বছর বয়সী হ্যারিসনেরও নাম ছিল। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে অনুষ্ঠান থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

হ্যারিসন ফোর্ড একজন আমেরিকান চলচ্চিত্র অভিনেতা এবং প্রযোজক। স্টার ওয়ার্স সিরিজের স্পেস অপেরা ত্রয়ীতে হ্যান ষোলো চরিত্রে এবং ইন্ডিয়ানা জোনসে নাম ভূমিকায় অভিনয়ের সুবাদে ফোর্ড বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেন।

প্রসঙ্গত, সোমবার (৩ মার্চ) বাংলাদেশ সময় সকাল ছয়টা থেকে শুরু হবে অস্কার অনুষ্ঠান। এবারের অস্কারেও সর্বোচ্চ ১৩টি মনোনয়ন পেয়েছে জ্যাক অঁদিয়ারের মিউজিক্যাল সিনেমা ‘এমিলিয়া পেরেজ’।

মেক্সিকোর কুখ্যাত এক মাদকসম্রাট ফন্দি করে যে অস্ত্রোপচার করে নারীতে রূপান্তরিত হবে। এমন গল্প নিয়ে ফরাসি নির্মাতা জ্যাক অঁদিয়ার বানিয়েছেন ‘এমিলিয়া পেরেজ’।

শুরুতে তত আলোচনা না হলেও গত বছর কান উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার পাওয়ার পর থেকেই ছবিটি নিয়ে আগ্রহ তৈরি হয়। অস্কারে সেরা সিনেমা, সেরা নির্মাতা, সেরা অভিনয়শিল্পী, সেরা আন্তর্জাতিক সিনেমাসহ গুরুত্বপূর্ণ বিভাগগুলোয় মনোনয়ন পেয়েছে ছবিটি।