বিনোদন ডেস্ক : বিয়ে বিচ্ছেদের কারণে স্বাভাবিকভাবেই নাগা চৈতন্যের সঙ্গে সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছিল সামান্থা রুথ প্রভুর। সম্প্রতি সামান্থা মায়োসাইটিসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন। এই রোগ শরীরে বাসা বাঁধলে পেশির প্রদাহ শুরু হয়। দেহের সুস্থ-সবল পেশিকে আক্রমণ করে স্বাভাবিক রোগ প্রতিরোধকারী ব্যবস্থা। ফলে পেশি দুর্বল হতে থাকে।
সামান্থার অসুস্থতার খবরে পাশে দাঁড়িয়েছে আক্কিনেনি পরিবার। সাবেক দেবর চিত্রনায়ক অখিল আক্কিনেনি সামান্থার খোঁজ নিয়েছেন। গুঞ্জন উঠেছিল নানা চৈতন্য সামান্থার সঙ্গে দেখা করবেন। এরইমধ্যে নাগা ফোন করেও নাকি সাবেক স্ত্রীর খোঁজখবর নিয়েছেন।
২০২১ সালের শেষের দিকে ভেঙে যায় সামান্থা ও নাগা চৈতন্যের সংসার। বিচ্ছেদের কারণ নিয়ে অনেক গুঞ্জন উঠেছিল। তবে সামান্থা কিংবা নাগা কেউ এ নিয়ে সরাসরি কিছু বলেননি।