Home অর্থনীতি অসহযোগ আন্দোলনে পোশাকখাতের ৪৮ ব্যবসায়ীর সংহতি

অসহযোগ আন্দোলনে পোশাকখাতের ৪৮ ব্যবসায়ীর সংহতি

অনলাইন ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত অসহযোগ সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে তৈ‌রি পোশাক ও টেক্সটাইল শিল্পের ৪৮ ব্যবসায়ী। আজ শ‌নিবার পোশাক খাতের এ ব্যবসায়ীরা সংহতি প্রকাশ করে একটি বিবৃতি দেন।

বিবৃতিদাতারা জা‌নিয়েছেন, প্রাণহানির মধ্যে ব্যবসায়ীরা চুপ করে বসে থাকতে পারে না।

সংহতি প্রকাশ করা ব্যবসায়ীদের মধ্যে রয়েছেন ইরাফ কম্পোজিট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফজলে শামীম এহসান, শাসা ডেনিম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামস মাহমুদ, সায়েম ফ্যাশন লিমিটেডের পরিচালক আবরার হোসাইন সায়েম প্রমুখ।

Exit mobile version