Home আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্কারের বিরোধিতায় বিক্ষোভে উত্তাল আর্জেন্টিনা

অর্থনৈতিক সংস্কারের বিরোধিতায় বিক্ষোভে উত্তাল আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক : আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ার মিলের বিতর্কিত অর্থনৈতিক সংস্কার প্যাকেজ অনুমোদন হয়েছে সিনেটে। প্যাকেজের ওপর ভোটাভুটি অনুষ্ঠিত হওয়ার পরপরই বুধবার রাজধানী বুয়েন্স আয়ার্সে পার্লামেন্টের বাইরে বিক্ষোভকারীদের সঙ্গে দাঙ্গা পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। খবর বিবিসির।

বিক্ষোভকারীরা পুলিশের দিকে প্যাট্রল বোমা ও পাথর ছুড়ে মারেন এবং গাড়িতে আগুন ধরিয়ে দেন। তাদের অভিযোগ, সরকারের এই পদক্ষেপে লাখ লাখ আর্জেন্টাইন ক্ষতিগ্রস্ত হবে। অন্যদিকে, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও জলকামান নিক্ষেপ করেছে দাঙ্গা পুলিশ। এসব সংঘর্ষের ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যম ঘটনাস্থলকে ‘যুদ্ধক্ষেত্র’ বলে বর্ণনা করেছে।

ডানপন্থি প্রেসিডেন্ট মিলে দেশটির পিছিয়ে পড়া অর্থনীতি পুনরুজ্জীবিত করতে যে সংস্কার প্রস্তাব করেছেন, তার মধ্যে রয়েছে অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা, পেনশন কাটছাঁট এবং শ্রমিকদের অধিকার হ্রাস করা।

আর্জেন্টিনার গভীর অর্থনৈতিক সংকটের মধ্যেই ডানপন্থি অর্থনীতিবিদ মিলে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। প্রেসিডেন্ট হিসেবে ছয় মাস পার করে ফেললেও অর্থনীতির পতন ঠেকাতে কোনো সফলতা দেখাতে পারেননি তিনি। বার্ষিক মুদ্রাস্ফীতি এখন প্রায় ৩০০ শতাংশের কাছাকাছি এসে দাঁড়িয়েছে। আর্জেন্টিনার অর্ধেকের বেশি মানুষ এখন দারিদ্র্যের মধ্যে বসবাস করছেন।

Exit mobile version