বিনোদন ডেস্ক : ২০ বছর ধরে অভিষেক ও কারিশমা কাপুরের সম্পর্কের ভাঙন নিয়ে মুখ খোলেনি কোনো পক্ষই। খুব সাবধানে বিচ্ছেদের কারণকে লোকচক্ষুর আড়ালে রেখেছিলেন অভিষেক ও কারিশমা। তবে এতো বছর পর এসে সে রহস্য থেকে পর্দা সরালেন পরিচালক সুনীল দর্শন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনীল বলেন, করিশমা ও অভিষেকের সম্পর্ক চোখের সামনে গড়ে উঠতে দেখেছি। আমরা ওদের আংটিবদল অনুষ্ঠানেও গিয়েছিলাম। কিন্তু একটা জিনিস সব সময় মনে হতো। ওরা একে অপরের জন্য মানানসই নয়।
সুনীল বলেন, ছোটখাটো বিষয়ে দু’জনের মধ্যে মতবিরোধ লেগেই থাকতো। পৃথকভাবে দুজন খুব ভালো মানুষ হলেও একে অপরের জন্য ‘পারফেক্ট’ ছিল না ওরা। এরই জেরে শেষ পর্যন্ত সম্পর্কটা পরিণতি পায়নি।
বর্তমানে অভিষেক ও কারিশমা জীবনকে নিজেদের মতো করে উপভোগ করছেন।