অনলাইন ডেস্ক : এবার ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে হস্তক্ষেপের অভিযোগ আনা হলো ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। এনিয়ে চারমাসের ব্যবধানে তৃতীয়বারের মতো ফৌজদারি অপরাধে অভিযুক্ত হলেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের পক্ষে মঙ্গলবার (১ আগস্ট) ৪৫ পাতার অভিযোগপত্রটি দায়ের করেন বিশেষ আইনজীবী জ্যাক স্মিথ। এতে বলা হয়, নির্বাচনে পরাজিত হওয়ার পরও ক্ষমতা আঁকড়ে রাখার চেষ্টা চালান সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। রাষ্ট্রীয়ভাবে প্রেসিডেন্ট বাইডেনের জয় অনুমোদনে কংগ্রেসের যৌথসভার বৈঠক আটকাতে তারই উস্কানিতে ক্যাপিটল হিলে হামলা চালায় সমর্থকরা।

অভিযোগপত্রে ট্রাম্পের বিরুদ্ধে প্রতারণা, ষড়যন্ত্র, রাষ্ট্রীয় কাজে বাধাদানসহ চারটি গুরুতর অভিযোগ আনা হয়। এতে ষড়যন্ত্রকারী হিসেবে ট্রাম্প ছাড়াও তার সাবেক উপদেষ্টা রুডি গিলানিসহ আরও ছয়জনের নাম উল্লেখ করা হয়। এসব অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার আবারও ট্রাম্পকে তলব করেছে ওয়াশিংটন আদালত।

এর আগে মার্চ ও জুনে সরকারি নথি নিজের কাছে রাখা ও পর্নো তারকাকে ঘুষ দেয়াসহ আরও দুটি ফৌজদারি অপরাধে অভিযুক্ত হয়েছিলেন ৭৭ বছর বয়সী রিপাবলিকান এই নেতা। সূত্র: সিএনএন, বিবিসি