অনলাইন ডেস্ক : অভিনেতা সাদেক বাচ্চু করোনা ভাইরাসে আক্রান্ত। ৬ সেপ্টেম্বর শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হোন তিনি। পরে করোনা পরীক্ষা ফলাফলে ফলাফল পজেটিভি আসে। বিষয়টি সমকাল অনলাইনকে নিশ্চিত করেছেন তার মেয়ে সাদিকা ফাইরুজ মেহজাবীন।

মেহজাবিন বলেন, করোনা পজিটিভ জানার পর শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বাবাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে স্থানান্তর করে মহাখালি ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। সেখানেই বাবার চিকিৎসা চলবে।

করোনা ছাড়াও শরীরে আরো বেশকিছু ‘ক্রিটিক্যাল’ সমস্যা আছে সাদেক বাচ্চুর। তবে সেগুলো এই মুহূর্তে ঠিক থাকলেও ফুসফুসের ইনফেকশনটা নিয়ে শঙ্কিত তার পরিবার। মেয়ে জানান, চিকিৎসকরা জানিয়েছেন বাবার এই অবস্থা রিকভার করতে কিছুদিন সময় লাগবে। কারণ ফুসফুসের ইনফেকশনটা একটু ছড়িয়ে গেছে।

সাদেক বাচ্চু ৫০ বছরের ক্যারিয়ারে পাঁচশ’র অধিক ছবিতে অভিনয় করেছেন। সিনেমার বাইরেও দীর্ঘ ক্যারিয়ারে মঞ্চ, বেতার, টিভি নাটকে বিচরণ তার। নায়ক আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ ছবিতে অভিনয়ের সুবাদে ২০১৮ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।