হোসনে আরা জেমী
বৃষ্টি হবে অবিরাম বৃষ্টি
হিম হিম শীতে পাখি ভিজে যাবে
বাহারী বৃষ্টি হবে পাহাড়ের গা বেয়ে কান্না ঝড়বে
ঘাসেরা মেলবে প্রাণ বৃষ্টি ছটায়
বনানী সবুজে ঢাকবে বৃষ্টি আগমণে
ফুল ফুটে গন্ধ বিলোবে মাতাল গন্ধ
বৃষ্টি হবে বলে মাদল বাজবে দূর
পাহাড়ের পাদতলে
অরণ্যের দরোজা খুলে যাবে
বৃক্ষের মতো ভিজবো একশা হয়ে
বাহারী বৃষ্টি ছটায় শোঁদা মাটি গন্ধ বিলোবে।
অবিরল বৃষ্টি হোক
দস্যি ছেলের মতো বৃষ্টি হোক
দস্যি মেয়ে ভিজুক অবিরল বৃষ্টি ধারায়
মেঘেরা ঘন হয়ে আসুক
রৌদ্র নিভে যাক সূর্য ছায়ায়
অবিরল বৃষ্টি হোক।।
টরন্টো