স্পোর্টস ডেস্ক : আলোচনার শুরুটা হয়েছিল কাতার বিশ্বকাপের আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সেই ম্যাচে ১৭টি হলুদ কার্ড দেখিয়েছিলেন স্প্যানিশ রেফারি মাতেউ লাহোস।
ম্যাচশেষে তার সমালোচনা করেছিলেন লিওনেল মেসি। বাদ যাননি নেদারল্যান্ডসের খেলোয়াড়রা।
‘বিতর্কিত’ এই রেফারিকে পরে টুর্নামেন্টের আর কোনো ম্যাচের দায়িত্ব দেয়নি ফিফা। বিশ্বকাপ শেষে লা লিগায়ও বিতর্ক পিছু ছাড়েনি লাহোসকে। গত ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত বার্সেলোনা-এস্পানিওল ম্যাচে ১৫টি হলুদ কার্ড ও ২টি লাল কার্ড দেখান এ স্প্যানিশ রেফারি। তাতে ফুটবল ভক্তদের রোষানলে পড়েন তিনি।
সেই লাহোস মৌসুম শেষে অবসরের সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। এমনটিই জানিয়েছেন আর্জেন্টাইন সাংবাদিক গাস্তোন এদুল। এর আগে সম্প্রতি কোপা দেলরেতে সেভিয়া-লিনারেস ম্যাচে নতুন করে বিতর্ক সৃষ্টি করেন লাহোস। ম্যাচের ১৬ মিনিটের ভেতর সেভিয়ার কোচ হোর্হে সাম্পাওলিকে সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দেন তিনি। যদিও সেই ম্যাচে কোনো হলুদ কার্ড দেখাননি।
চলতি সপ্তাহে লাহোসকে কোনো ম্যাচে রেফারির দায়িত্ব দেয়নি লা লিগা কর্তৃপক্ষ। এমনকি ভিএআরের দায়িত্বেও থাকছেন না।