Home আন্তর্জাতিক অবশেষে ধর্মগ্রন্থ পোড়ানো রোধে আইন সংস্কারের উদ্যোগ ডেনমার্ক ও সুইডেনে

অবশেষে ধর্মগ্রন্থ পোড়ানো রোধে আইন সংস্কারের উদ্যোগ ডেনমার্ক ও সুইডেনে

অনলাইন ডেস্ক : মুসলিম বিশ্বের বিক্ষোভ ও চাপের মুখে অবশেষে আল-কোরআনসহ অন্য ধর্মগ্রন্থ পোড়ানো রোধে আইন সংস্কারের উদ্যোগ নিয়েছে ডেনমার্ক ও সুইডেন। কর্তৃপক্ষ বলছে, এটি করতে গিয়ে বাকস্বাধীনতার দীর্ঘ ঐতিহ্য যেনো ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকেও খেয়াল রাখা হবে।

গত দুই মাসে ডেনমার্ক ও সুইডেনে কয়েক দফায় আল-কোরআন পোড়ানোর ঘটনায় যখন বিক্ষোভে ফুঁসছে মুসলিম বিশ্ব; ঠিক তখনই এমন ঘোষণা এলো।

ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী জানান, অন্য দেশ, সংস্কৃতি ও ধর্মের অবমানা হয় এমন কর্মকাণ্ডে ডেনমার্কের প্রতি বিশ্বব্যাপী নেতিবাচক দৃষ্টিভঙ্গী তৈরি হচ্ছে যা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। ধর্মগ্রন্থ পোড়ানোর নিন্দায় সরকারি বিবৃতি দেয়ার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী রাসমুসেন। তিনি বলেন, বিতর্কিত এসব প্রতিবাদ কর্মসূচিতে আন্তর্জাতিভাবে ডেনমার্কের মর্যাদাহানী হওয়ায় এসব রোধে সংবিধান সংশোধন করে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেয়া হয়েছে।

একই পথে হাঁটছে সুইডেন। ধর্মগ্রন্থ অবমাননা রোধে আইনী ব্যবস্থা নেয়ার জন্য দুই দেশের সরকারি প্রতিনিধিদের মধ্যে আলোচনা হয়েছে বলে নিশ্চিত করেছেন সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন।

সম্প্রতি ডেনমার্ক ও সুইডেন দূতাবাসের কর্মকর্তাদের তলব করে নিন্দা জানিয়েছে সৌদি আরব। সূত্র: দ্য গার্ডিয়ান, আরব নিউজ

Exit mobile version