Home আন্তর্জাতিক অবশেষে কমলাকে সমর্থন দিলেন ওবামা

অবশেষে কমলাকে সমর্থন দিলেন ওবামা

অনলাইন ডেস্ক : গুঞ্জন উঠেছিল আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী হিসেবে কমলা হ্যারিসকে সমর্থন দেবেন না সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে সব জল্পনা উড়িয়ে অবশেষে কমলাকে সমর্থন দিয়েছেন ওবামা। গতকাল এক বার্তায় তিনি ও সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা জানিয়েছেন, তারা বিশ্বাস করেন কমলা হ্যারিসই আগামী নির্বাচনে জয় পাবে।

সম্প্রতি সিএনএন-এ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মুখোমুখি বিতর্কসভায় অংশ নিয়েছিলেন জো বাইডেন। সেখানে সভার মধ্যেই কার্যত ঘুমিয়ে পড়ছিলেন তিনি। শুধু তা-ই নয়, বার বার কথার খেই হারিয়ে ফেলেছেন। ট্রাম্পের প্রশ্নের উত্তর দিতে গিয়ে অন্য প্রসঙ্গে চলে গেছেন। সব মিলিয়ে তার বক্তব্য ছিল খুবই ছন্নছাড়া। এই পরিস্থিতিতে ডেমোক্র্য়াটদের মধ্য থেকেই গুঞ্জন শুরু হয়েছিল যে, বাইডেনের নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানো উচিত। অনেকেই বলছিলেন, বয়সের কারণে কথায় খেই হারিয়ে ফেলছেন মার্কিন প্রেসিডেন্ট।এরপর প্রবল চাপের মুখে বাইডেন নির্বাচন থেকে সরে দাঁড়ান এবং তার জায়গায় প্রার্থী হন কমলা হ্যারিস।তাকে স্বাগত জানান ডেমোক্রেট দলের অনেক হেভিওয়েটরা।

এরপর মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, ওবামা এখনো হ্যারিসকে সমর্থন দেননি। তিনি মনে করেন, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হারাতে সক্ষম হবেন না হ্যারিস।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, মনোনয়ন পাওয়ার পর ওবামাসহ ১০০ প্রভাবশালী ডেমোক্রেটদের সঙ্গে কথা বলেন কমলা। তবে ওবামার বাইডেনের সরে দাঁড়ানোর প্রশংসা করলেও কমলাকে নিয়ে কিছু বলেননি। তাই জল্পনা আরও ডানা মেলতে শুরু করে।

তবে গতকালের বার্তায় ওবামা ও তার স্ত্রী মিশেল বলেন, তারা বিশ্বাস করেন যে গুরুত্বপূর্ণ সময় মোকাবিলার জন্য দূরদর্শিতা ও শক্তি কমলা হ্যরিসের রয়েছে।

 

Exit mobile version