বকুল ভৌমিক
আমি ঝড় হাওয়া হতে চাই
যে হাওয়ায় তোমার শরীরে উত্তাল তরঙ্গ তুলে
সিক্ত নীলাম্বরী, নিষিদ্ধ অনুভুতিতে উড়িয়ে নিয়ে যায় শাড়ির আঁচলে।
আমি ভোরের শিশির বিন্দু হতে চাই
যে শিশির কণা ঘাসের পরে নরম ছোঁয়ায়
তোমার কোমল পদতলে
মিষ্টি অনুভূতিতে হৃদয় দোলে।
আমি এক টুকরো রোদ্দুর হতে চাই
শরতের বিকেলে জানালার ফাঁকে উঁকি মারে যে রোদ্দুর
ছুঁয়ে দেয় তোমার গায়ে, অনুভবে দেয় স্নিগ্ধ উষ্ণতা, সোহাগ আদর।
আমি ওষ্ঠরঞ্জনী হতে চাই
যে ওষ্ঠরঞ্জনীর রং তোমার মাধুরীতে
দীর্ঘ চুম্বনে লেগে থাকে তোমার ঠোঁটের পাতায়
আমার অনাংখিত সুপ্ত বাসনায়।
আমি একটি গল্প হতে চাই
যে গল্পে সৃষ্টি হয় সকল ভালোবাসার উপাখ্যান
যেথায় লুকিয়ে থাকে গভীর হয়ে আমার ভাবনার পাওয়া না পাওয়ার গান।
আমি একটি প্রদীপ হতে চাই
যে প্রদীপ আলোয় ভাষায় মনের ঘর
তোমার হৃদয় আঁধারে আলো জ্বালাবে বলে লড়াই করে নিরন্তর।
আমি অপেক্ষা হতে চাই
অপেক্ষা যাকে খুঁজে বেড়ায় তপস্যা ভরে
ভালোবাসার মানদন্ডে নিজের করে
সে অপেক্ষা যদি হয় শত জন্মের বা জন্মান্তরের।
অটোয়া