Home রাজনীতি ‘অপারেশন ডেভিল হান্ট’ নিয়ে যা বললেন মির্জা ফখরুল

‘অপারেশন ডেভিল হান্ট’ নিয়ে যা বললেন মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক : ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু করায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রবিবার বিকেলে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সাংবাদিকদের এ কথা বলেন মির্জা ফখরুল। যুক্তরাষ্ট্রে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশ নেওয়া শেষে আজ দেশে ফেরেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা তো বাইরে ছিলাম, ডেভিল হান্ট জানি না। তবে ডেভিল হান্ট মানে ফ্যাসিস্ট সরকারকে জানি। এত দিন পর বোধোদয় হয়েছে, সে জন্য ধন্যবাদ (অন্তর্বর্তী সরকারকে) জানাচ্ছি।’

তিনি বলেন, ‘বাংলাদেশের ছাত্র-জনতা ফ্যাসিস্ট হাসিনা সরকারকে উৎখাতের জন্য একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে সফলতা অর্জন করেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়… আজকে হাসিনার পাতা ফাঁদে আমরা যেন পা না দিই।’

মির্জা ফখরুল বলেন, ‘একটা অন্ধকার আরেকটা অন্ধকার দিয়ে দূর করা যায় না। তাকে আলো দিয়ে দূর করতে হয়। সেই আলোক বর্তিকা জাগিয়ে আমাদের সামনের দিকে যেতে হবে। স্থিতিশীলতা রক্ষার জন্য ও ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমাদের কাজ অব্যাহত রাখতে হবে।’

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, স্থিতিশীলতা রক্ষা ও ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

Exit mobile version