অনলাইন ডেস্ক : দক্ষিণ আফ্রিকার নয়টি প্রদেশের মধ্য হাউটেং (জোহানেসবার্গ) প্রদেশটি সবচেয়ে সহিংসতাপূর্ণ ও অপরাধপ্রবণ প্রদেশ।

দেশটির বাণিজ্যিক রাজধানী এবং আফ্রিকা মহাদেশের নিউইয়র্ক বলা হলেও জোহানেসবার্গের এই ভয়াবহ অপরাধের তথ্য তুলে ধরেছে খোদ দেশটির হাউটেং প্রাদেশিক পুলিশ ডিপার্টমেন্ট।

পুলিশ ডিপার্টমেন্টের পরিসংখ্যান অনুযায়ী, ২০১৯ সালের এপ্রিল থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত এ প্রদেশের অপরাধ অন্য প্রদেশের তুলনায় ৪০ শতাংশ বেশি।

রিপোর্টে বলা হয়েছে, গত ১৫ মাসে ৪শ’ লোক খুন হয়েছে। একই সময়ে ১১ হাজার যৌন অপরাধ সংঘটিত হয়েছে, এর মধ্যে ৮ হাজার ধর্ষণ। এছাড়া বিদেশী নাগরিকদের ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট, ভাংচুরসহ সার্ভিস ডেলিভারির বিরুদ্ধে সহিংসতা হয়েছে ৩ হাজারের ওপরে।

গাড়ি ছিনতাই হয়েছে ১৮ হাজার। ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি হয়েছে ২৩ হাজার ও বাড়ি ঘরে ডাকাতি হয়েছে ৭ হাজার ৮৩টি।

হাউটেং (জোহানেসবার্গ) প্রদেশের পুলিশ কমিশনার ইলিয়াস মাওলা প্রদেশের অপরাধের ওপর বার্ষিক পরিসংখ্যান প্রকাশ করতে গিয়ে গণমাধ্যমের কাছে এসব তথ্য জানিয়েছেন।

পুলিশ কমিশনার আরও জানান, অপরাধের পরিসংখ্যানের দিক থেকে জোহানেসবার্গ ওয়েস্টার্ন কেপকে (কেপটাউন) ছাড়িয়ে গেছে। হাউটেং বর্তমানে অপরাধ এবং অপরাধীদের স্বর্গরাজ্য। বেশিরভাগ অপরাধ হয় প্রিটোরিয়ার টেম্বিসা, ম্যামেলোডি এবং জোহানেসবার্গের সয়েটো, ডবসনভিল, মরোকা ও উত্তর জোহানেসবার্গে।