স্পোর্টস ডেস্ক : গত ছয় বছরে বার্সেলোনার জার্সিতে নিজেকে উজাড় করে দিয়েছেন লুইস সুয়ারেজ। তবে গত মৌসুমটা ভালো কাটেনি তার। বয়সের কারণে কমেছে গতি। যার প্রভাব পড়েছে পারফরমেন্সে। গত মৌসুমে করেছেন ২১ গোল। নতুন কোচ রোনাল্ড কোম্যান দায়িত্ব নিয়েই সুয়ারেজকে জানিয়ে দেন, ‘তুমি আমার পরিকল্পনায় নেই।’ স্প্যানিশ সংবাদমাধ্যম দাবি করে, কোম্যান সুয়ারেজকে নূন্যতম সম্মানও দেখাননি। এই ডাচ কোচের এমন মন্তব্যে নাখোশ ছিলেন সুয়ারেজ। ক্লাব ছাড়ার জন্য মরিয়া হয়ে ওঠেন ৩৩ বছর বয়সী উরুগুইয়ান স্ট্রাইকার।
এখনো নতুন ঠিকানা খুঁজে না পেলেও বার্সেলোনার সঙ্গে চুক্তি বাতিল করে দিয়েছেন তিনি। নিশ্চিত করেছে স্প্যানিশ রেডিও ‘আরএসি-১’। ২০২১ সালের জুন পর্যন্ত বার্সেলোনার সঙ্গে চুক্তি থাকলেও সমঝোতার ভিত্তিতে সেটার ইতি টেনেছেন সুয়ারেজ।
বার্সেলোনার জার্সিতে ২৮৩ ম্যাচে ১৯৮ গোল সুয়ারেজের। ন্যু ক্যাম্প ছেড়ে সুয়ারেজের পরবর্তী গন্তব্য প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। জুভেন্টাসে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে জুটি বাঁধা একরকম নিশ্চিতই ছিল তার। তবে জুভেন্টাসের নন-ইউরোপিয়ান কোটা পূরণ হয়ে যাওয়ায় সুয়ারেজের ইতালিতে পাড়ি জমানো আটকে যায়। বিকল্প পথে চেষ্টা করেছিলেন সুয়ারেজ। বৈবাহিক সূত্রে স্পেনেরও নাগরিক তিনি। দুই দেশের পাসপোর্টধারী হওয়ায় ইতালির সিটিজেনশিপ পেতে হলে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। সেই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই শেষ হয়ে যাবে গ্রীষ্মকালীন দলবদলের সময়সীমা (৫ই অক্টোবর)। ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশগুলোর নাগরিকরা পাসপোর্ট ছাড়াই এক দেশ থেকে অন্যদেশে ভ্রমণ করা কিংবা চাকরি বা কাজ করতে পারেন। স্থায়ীভাবে বসবাসেও জটিলতা নেই। তবে দ্বৈতনাগরিকত্ব থাকলে সিটিজেনশিপ পেতে আমলাতান্ত্রিক বিভিন্ন নিয়ম-কানুনের মধ্য দিয়ে যেতে হয়। যা সময়সাপেক্ষ। ৫ই অক্টোবরের মধ্যে ইতালির সিটিজেনশিপ পাওয়া হবে না বলেই মনে করে জুভেন্টাস। ক্লাবটির ক্রীড়া পরিচালক ফাবিও পারাতিচি বলেন, ‘সুয়ারেজ আমাদের পরিকল্পনায় এখন আর নেই। তার সিটিজেনশিপ নিয়ে জটিলতা কাটতে দলবদলের সময়সীমা পেরিয়ে যাবে বলেই আমরা মনে করি।’
সুয়ারেজের জুভেন্টাসে যাওয়া অনিশ্চিত জেনে উরুগুইয়ান তারকাকে দলে ভেড়াতে আগ্রহী অ্যাতলেতিকো মাদ্রিদ। বার্সেলোনার সঙ্গে চুক্তি বাতিল হওয়ায় সুয়ারেজকে ফ্রি ট্রান্সফারে দলে ভেড়াতে পারবে ডিয়েগো সিমিওনের দল। স্প্যানিশ রেডিও ‘আরএসি-১’ জানিয়েছে, অ্যাতলেতিকো মাদ্রিদে যেতে চান সুয়ারেজও।