বিনোদন ডেস্ক : চলতি সময়ের জনপ্রিয় ফোক সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা। ক্লোপআপ ওয়ান প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই নিয়মিত গান করে যাচ্ছেন। শ্রোতাদের উপহার দিয়েছেন বেশ কিছু শ্রোতাপ্রিয় গান। চলতি বছরের জানুয়ারিতে সর্বশেষ এ শিল্পীর ‘তোমার অপেক্ষায়’- শিরোনামের গান প্রকাশ হয়। এর সুর ও সংগীত পরিচালনা করেন হাবিব ওয়াহিদ। এর মাধ্যমে হাবিবের সঙ্গে প্রথমবারের মতো কাজ করলেন সালমা। এরপর আরো কয়েকটি গানে কণ্ঠ দিয়েছেন সালমা। এরমধ্যে তিনি কণ্ঠ দিয়েছেন প্রয়াত বাউল সম্রাট শাহ আবদুল করিমের একটি গানে।
গানটির শিরোনাম- ‘আমার বাড়ি আইলানা ক্যানে’। এই গানটিতে সালমার সঙ্গে যৌথভাবে কণ্ঠ দিয়েছেন চৌধুরী কামাল। নতুন করে গানটির সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার। এ গানের রেকর্ডিং হয়েছে ফেব্রয়ারিতে। এর বাইরে নতুন আরো একটি গান করেছেন সালমা। গানটির শিরোনাম ‘শ্যাম পিরিতি’। শাহনেওয়াজের কথা ও সুরে এ গানের সংগীতায়োজন করেছেন এম আর আশিক। সালমা বলেন, বেশ কয়েকটি গান আমার করা আছে। সেগুলো সামনে প্রকাশ করবো। এরইমধ্যে ভিডিওর কাজ শুরু হয়েছে। নতুন গানের প্রস্তাবও এসেছে আমার কাছে। করোনা পরিস্থিতির উন্নতি হলে গানগুলোতে কণ্ঠ দেবো। আশা করছি ভালো লাগবে গানগুলো। এদিকে করোনা পরিস্থিতির শুরু থেকেই মানুষের পাশে নিজের ‘সাফিয়া ফাউন্ডেশন’-এর মাধ্যমে দাঁড়িয়েছেন সালমা। কয়েক হাজার পরিবারকে সহায়তা করেছেন এর মাধ্যমে। মানুষের পাশে দাঁড়ানোর জন্য গেল ঈদে গানও প্রকাশ করেননি তিনি। নিজের ফাউন্ডেশনকেই সময় দিয়েছেন। এমন খারাপ সময়ে অন্য এক মানবিক সালমাকেই আবিষ্কার করা গেছে। দেশের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে তিনি পৌঁছে গেছেন তার সহযোগিতা নিয়ে। এখনও এই সহযোগিতা অব্যাহত রয়েছে। এ বিষয়ে সালমা বলেন, মানুষ আমার গান ভালোবেসেছে। সে কারণেই আমি আজকের সালমা হতে পেরেছি। তাদের জন্যই ‘সাফিয়া ফাউন্ডেশন’-এর মাধ্যমে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার চেষ্টা করেছি। কয়েক হাজার মানুষকে এই করোনার সময়ের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী দিয়েছি। এই ব্যস্ততার ভিড়ে নতুন গান করতে পারিনি। আমি প্রথম থেকেই মানুষের জন্য কিছু একটা করার চেষ্টা করেছি। ব্যাক্তিগতভাবে অনেক কিছু করা হয়েছে। তবে পরে মনে হলো আমি যদি কাজটি ফাউন্ডেশনের মাধ্যমে করি অনেক মানুষকে সহযোগিতা করতে পারবো। একদিন হয়তো আমি থাকবো না। কিন্তু আমার ফাউন্ডেশনের মাধ্যমে অসহায় মানুষ সাহায্য পাবেন। এসব ভাবনা থেকেই কাজটি করা।