স্বপন কুমার সিকদার :

“এ দিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার?
আজি প্রাতে সূর্য ওঠা সফল হল কার?
কাহার অভিষেকের তরে সোনার ঘটে আলোক ভরে
উষা কাহার, উষা কাহার আশিস বহি হল আঁধার পার
… … … …
বহু যুগের উপহারে বরণ করি নিল কারে
কার জীবনে, কার জীবনে প্রভাত আজি ঘুচায় অন্ধকার ”
– রবীন্দ্রনাথ ঠাকুর।
“এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর,
এত সুখ আছে, এত সাধ আছে- প্রাণ হয়ে আছে ভোর”
– রবীন্দ্রনাথ ঠাকুর।

দিগন্ত বিস্তৃত বিশাল অন্টারিও লেক ও উদীয়মান সূর্য্যের কয়েকটি ছবি উপস্থাপন করা হলো। ছবি সমূহ একটি সুউচ্চ ভবন থেকে যোজন বিস্তৃত বা বেশ দুর থেকে তোলা। মনে হচ্ছে ঘুমন্ত অবস্থা থেকে সদ্য উত্থিত সূর্য্য লেকের নিটোল পরিষ্কার জলে অবগাহন শেষে উঠে আসছে সারা পৃথিবীকে আলোর বন্যায় ভাসিয়ে দেয়ার জন্য- সবাইকে জাগিয়ে দেয়ার জন্য।

ছবিতে টরন্টো, কানাডার উপশহর স্কারবোরোর আবাসিক এলাকার একাংশও দেখা যাচ্ছে। প্রকৃতি তথা ঘন সবুজ বনানী ঋধষষ- এর আগমনে যেন রং খেলায় মেতেছে – রংয়ে রজ্ঞিত হতে চাইছে। এসময় বৃক্ষের পত্ররাজি লাল, কমলা, হলুদ ও বাদামী বর্ণ ধারণ করে।

এ যেন দ্বিতীয় বসন্ত যখন প্রত্যেকটা পাতা যেন ফুল হয়ে যায়। জিম বিশপ একধাপ এগিয়ে বলেন – “Autumn carries more gold in its pocket than all the other seasons”। Angie Weiland Crosby- I Fall-কে দেখেছেন একইভাবে।

তিনি বলেন -“Autumn dresses up in gold; the richest season of the soul”। এই পাতা ঝরার মধ্যে এন্ড্রিয়া গিবসন দেখেছেন অফুরন্ত ভালবাসা। যেমন – “The leaves are all falling, and they’re falling like they’re falling in love with the ground”।
Emily Brontë এই পাতা ঝরার মধ্যে সুখ দেখেছেন। যেমন -“Every leaf speaks bliss to me, fluttering from the autumn tree”।

Fall রং ছড়ায় মনে, হৃদয়ে আনন্দ অনুভূতি সৃষ্টি করে – দেয় সুখ ও প্রশান্তি। আমাদের মনে Fall এই ধারনাই দেয় যে সবার মনে সুখ ও আনন্দ দেওয়ার মধ্যে আছে মহা সুখ।

শীতে প্রকৃতি নূতন রুপ নেবে – গাছের রঙিন এইসব পাতা যাবে ঝরে- রংয়ের খেলা হবে শেষ। এমন একসময় আসবে যখন মনে হবে যেন গাছে বরফের ফুল। তার উপর সূর্য্যালোক পড়লে তার বিচ্ছুরিত আলোক রশ্মির রুপ ভাষায় বর্ননা করা কঠিন।ভোরের রোদে ঝলমল করে ওঠে প্রকৃতির এই অপরূপ সৃষ্টি – অনেকটা যেন গাছে মুক্তা ধরেছে। প্রকৃতি আমাদের স্মরন করিয়ে দেয় রবি ঠাকুরের “একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু” কথা গুলো। সকাল বেলা সূর্য্যোদয়ের সময় নির্মল আকাশে শান্তির পায়রার পক্ষ সঞ্চালন সৃষ্টি করে অপরুপ দৃশ্যের। মনকে করে রোমাঞ্চিত। দিনের শুরুতে পায়রা যেন আমাদের স্মরণ করিয়ে দেয় এই পৃথিবীতে সবার শান্তি ও কল্যানই আমাদের কাম্য এবং আমরা যেন এই লক্ষ্যে কাজ করি।

কামনা করি নব সূর্যোদয় আমাদের সবার জীবনের সকল অন্ধকার ঘুচাক- মনের সব কালিমা ঘুচায়ে দিক। প্রাতে সূর্য ওঠা সবার সফল হউক। সবার জীবন ভোরে উদীয়মান নব সূর্য্যের মত প্রাণবন্ত হয়ে উঠুক- সবার জন্য উপভোগ্য স্নিগ্ধ ভোর আসুক। সবাই নিরাপদ ও সুস্থ থাকুন। ধন্যবাদ।