অনলাইন ডেস্ক : কানাডার অন্টারিওর উইন্ডসরে একটি মন্দিরে ভাঙচুর চালানো হয়েছে। ঘটনাস্থলে ভারত-বিরোধী ও মোদি-বিরোধী গ্রাফিতি দেখা গেছে। উইন্ডসর পুলিশ এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। ‘ঘৃণা-প্রণোদিত ঘটনা’ হিসাবে উল্লেখ করে এর তদন্ত শুরু করেছে উইন্ডসর পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে দুইজন সন্দেহভাজনের খোঁজ করছে পুলিশ। বিবৃতিতে বলা হয়েছে, ঘৃণা-প্রণোদিত ভাঙচুরের খবর পাওয়ার পর ওই মন্দিরে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।

বিবৃতিতে উইন্ডসর পুলিশ জানিয়েছে, গত ৫ এপ্রিল বুধবার নর্থওয়ে অ্যাভিনিউর ১৭০০ বøকের একটি মন্দিরে ঘৃণা-প্রণোদিত ভাঙচুরের খবর পাওয়ার পর অফিসারদের সেখানে পাঠানো হয়েছে। অফিসাররা বিল্ডিংয়ের বাইরের দেওয়ালে কালো রঙ ছিটানো হিন্দুবিরোধী এবং ভারতবিরোধী গ্রাফিতি দেখতে পান।

তদন্ত করতে গিয়ে পুলিশ কর্মকর্তারা একটি ভিডিও পেয়েছেন যেটিতে দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে স্থানীয় সময় রাত ১২ টার পরে ঐ এলাকায় দেখা যাচ্ছে। উইন্ডসর পুলিশ বিবৃতিতে বলেছে, ওই ভিডিওতে একজন সন্দেহভাজন ব্যক্তিকে ভবনের দেওয়ালে ভাঙচুর করতে দেখা যাচ্ছে এবং অন্যজন পাহারা দিচ্ছিল। পুলিশ আরও জানিয়েছে যে, ঘটনার সময় সন্দেহভাজন একজনের পরনে একটি কালো সোয়েটার, বাঁ পায়ে একটি ছোট সাদা লোগো-সহ কালো প্যান্ট এবং কালো ও সাদা জুতা পরা অবস্থায় দেখা গেছে। দ্বিতীয় সন্দেহভাজনের পরনে ছিল কালো প্যান্ট, একটি সোয়েটশার্ট, কালোজুতা এবং সাদা মোজা।

উইন্ডসর পুলিশ সন্দেহভাজনদের বিরুদ্ধে তথ্য-প্রমাণ জোগাড়ের জন্য মন্দিরের আশপাশের বাসিন্দাদের রাত ১১ টা- ১ টা এর মধ্যে তাদের বাড়ির আশপাশে নজরদারি চালানোর জন্য আহ্বান জানিয়েছেন । কারও কাছে এই ঘটনার বিষয়ে কোনও তথ্য থাকলে মর্ট্যালিটি ইউনিটে ফোন করার আবেদন করেছে পুলিশ?

এর আগে, ফেব্রুয়ারিতে কানাডার মিসিসাগায় রামমন্দিরে ভারতবিরোধী গ্রাফিতি অঙ্কন ও ভাঙচুর চালানো হয়। টরন্টোতে ভারতের কনস্যুলেট জেনারেল মন্দিরে ভাঙচুরের নিন্দা জানিয়েছিলেন এবং কানাডিয়ান কর্তৃপক্ষকে ঘটনার তদন্ত করার জন্য ও দোষীদের বিরুদ্ধে দ্রæত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছিলেন?

এ ছাড়া, জানুয়ারিতে ব্রাম্পটনের একটি হিন্দু মন্দিরকে ভারতবিরোধী গ্রাফিতি দিয়ে বিকৃত করা হয়েছিল যা ভারতীয় স¤প্রদায়ের মধ্যে ক্ষোভের জন্ম দেয় । টরন্টোতে ভারতের কনস্যুলেট জেনারেল গৌরী শঙ্কর মন্দিরে ভাঙচুরের নিন্দা জানিয়ে বলেছিলেন, এই কাজটি কানাডায় ভারতীয় স¤প্রদায়ের অনুভ‚তিতে গভীরভাবে আঘাত করেছে।