স্পোর্টস ডেস্ক : ২০১৮ সালের পর ফের চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও লিভারপুল। সেবার শিরোপা নির্ধারণী ম্যাচে ৩-১ গোলে হেরেছিল লিভারপুল। তবে এবার ফাইনালের আগে প্রতিপক্ষ শিবিরকে হুঙ্কার দিয়ে রাখলেন অল রেডদের তারকা ফরোয়ার্ড মোহামেদ সালাহ।

আগামী ২৮মে বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ১টায় প্যারিসে ইউরোপ সেরার জন্য লড়বে দুদল। এর আগে আসরের দুই সেমিফাইনালে ভিয়ারিয়ালকে লিভারপুল ও ম্যানচেস্টার সিটিকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় রিয়াল মাদ্রিদ।

চার বছর আগের ফাইনালের কথা অবশ্য ভুলতে পারছেন না লিভারপুলের মিশরীয় তারকা সালাহ। সেবার বিতর্কিত ফাইনালে সালাহ চোট নিয়ে মাঠ ছাড়েন। কিন্তু এবার ফাইনালের আগে নিজের ইন্সটাগ্রাম পেজে হুঙ্কার দিয়েই সালাহ লিখেন, অনেক হিসেব চুকানোর বাকি আছে।

শুধু ২০১৮ সালের ফাইনালই নয়, গত বছরও আসরটিতে এই মাদ্রিদের কাছে হেরেই বিদায় নিতে হয়েছিল ইলিশ জায়ান্টদের।সেবার কোয়ার্টার ফাইনালে দুই লেগ মিলিয়ে ৩-১ গোলে হারে ইয়র্গেন ক্লপের শিষ্যরা।