অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ৯ লাখ অভিবাসীকে এখনই নিজ দেশে ফেরত যেতে হচ্ছে না। তাদের নির্বাসিত হওয়ার সময়কাল বাড়িয়েছে জো বাইডেন প্রশাসন। স্থানীয় সময় শুক্রবার (১০ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন জানিয়েছে, ভেনিজুয়েলা, এল সালভাদর, ইউক্রেন ও সুদানের অভিবাসীদের দেয়া এই ছাড়ের মেয়াদ ফের নবায়ন করা হয়েছে। এই পদক্ষেপটি নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে ওই সুরক্ষা বাতিলের অপচেষ্টাকে বিলম্বিত করবে বলে ধারণা করা হচ্ছে।
মার্কিন নিরাপত্তাবিষয়ক বিভাগ ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) এই দেশগুলোর অভিবাসীদের জন্য টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস (টিপিএস) প্রোগ্রামের আওতায় নিবন্ধনের মেয়াদ বাড়িয়েছে। এর ফলে ওই অভিবাসীরা অতিরিক্ত ১৮ মাস নির্বাসন থেকে রেহাই পাবেন। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রে কাজের অনুমতি পাবেন।
ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেন ২০২১ সালে দায়িত্ব নেয়ার পর থেকে টিপিএসের জন্য যোগ্য অভিবাসীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়িয়েছেন। এই স্ট্যাটাস বা সুযোগটি তাদের জন্য প্রযোজ্য হবে যাদের মাতৃভূমি/বাসস্থান প্রাকৃতিক দুর্যোগ, সশস্ত্র সংঘাত বা অন্যান্য অস্বাভাবিক ঘটনার মুখোমুখী হয়েছে। বর্তমানে এই প্রকল্প ১৭টি দেশের ১০ লাখের বেশি অভিবাসীকে অন্তর্ভুক্ত করে।
এদিকে, রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প, যিনি ২০২৫ সালের ২০ জানুয়ারি অভিষেকের মাধ্যমে ফের দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরে যেতে দিন গুনছেন, তিনি তার প্রথম মেয়াদে (২০১৭-২০২১ সাল) বেশিরভাগ টিপিএস নিবন্ধন প্রক্রিয়া বন্ধ করে দেয়ার চেষ্টা করেছিলেন। তবে তিনি মার্কিন আদালতের হস্তক্ষেপের কারণে তা বাস্তবায়নে বাধাপ্রাপ্ত হয়েছিলেন। ট্রাম্প তার আসন্ন দ্বিতীয় মেয়াদে অভিবাসন দমন অভিযান চালানোর সুস্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। এসময় তিনি বেশিরভাগ টিপিএস সুরক্ষা বাতিল করার চেষ্টা করতে পারেন। তবে এ বিষয়ে রয়টার্সের প্রতিবেদক চেষ্টা করেও রিপাবলিকান পক্ষের কোন মন্তব্য পাননি।
শুক্রবার বাইডেন প্রশাসনের এই পদক্ষেপটিকে আরও সম্প্রসারিত করার পক্ষে উদ্যোগ নেন কিছু মানবাধিকার কর্মী। তাদের দাবি সাম্প্রতিক সময় আগত অভিবাসী যারা এই ১৭ দেশের বাইরে তাদেরকেও এই টিপিএস সুবিধার আওতায় আনা প্রয়োজন।
অ্যাডভোকেসি গ্রুপ এফডব্লিউডি.ইউএস-এর প্রেসিডেন্ট টড শাল্টে বলেন, টিপিএস সুবিধার সম্প্রসারণ লাখ লাখ অভিবাসীকে তাদের সম্প্রদায়ের উন্নয়নে অবদান রাখা, পরিবারকে সমর্থন করা এবং মার্কিন অর্থনীতিকে শক্তিশালী করার সুযোগ করে দেবে। তিনি বাইডেন প্রশাসনকে নিকারাগুয়া এবং অন্যান্য দেশের জন্য টিপিএস সুবিধা প্রসারিত করার আহ্বান জানান। ট্রাম্পের ট্রানজিশন দল তাৎক্ষণিকভাবে এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।