Home বিনোদন ৯ মাস পর দেশে ফিরলেন এন্ড্রু কিশোর

৯ মাস পর দেশে ফিরলেন এন্ড্রু কিশোর

অনলাইন ডেস্ক : নয় মাস পর দেশে ফিরেছেন বিশিষ্ট সংগীতশিল্পী এন্ড্রু কিশোর। দীর্ঘদিন তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

গত ১১ জুন রাত আড়াইটায় সিঙ্গাপুর থেকে দেশে ফিরেন তিনি। এখন মিরপুরের বাসায় রয়েছেন। তবে বর্তমানে তার শরীরিক অবস্থা ভালো নয়। কোলাহলমুক্ত থাকতে চিকিৎসকের কড়া নির্দেশনা মেনে চলছেন বলে গণমাধ্যমকে জানান এই বরেণ্য শিল্পী।

গত বছরের ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান এন্ড্রু কিশোর। কিডনি ও হরমোনজনিত সমস্যায় ভুগছেন তিনি। এছাড়া তিনি ক্যান্সারে আক্রান্ত।
চিকিৎসার খরচ জোগাতে এরই মধ্যে তিনি বিক্রি করেছেন তার রাজশাহী শহরে কেনা ফ্ল্যাট। তার চিকিৎসা সহায়তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিল্পীর পরিবারের পাশাপাশি বিভিন্ন মহল এগিয়ে এসেছেন।

Exit mobile version