Home অর্থনীতি ৯ বছরের মধ্যে ইউরোর দাম সবচেয়ে বেশি

৯ বছরের মধ্যে ইউরোর দাম সবচেয়ে বেশি

অনলাইন ডেস্ক : কয়েকদিন পরই ফেডারেল রিজার্ভ, ইইরোপিয়ান কেন্দ্রীয় ব্যাংক এবং ব্যাংক অব জাপান বৈঠকে বসতে যাচ্ছে। সেগুলোতে সুদের হার নিয়ে সিদ্ধান্ত নেবে তারা।

এর আগে ইউরোর মান ব্যাপক বেড়েছে। জাপানি ইয়েনের বিপরীতে গত ৯ বছরের মধ্যে যা সর্বোচ্চ।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, সোমবার (২৪ এপ্রিল) প্রধান আন্তর্জাতিক মুদ্রা ডলারের বিরুদ্ধে ইউরো শক্তিশালী হয়েছে শূন্য দশমিক ৩ শতাংশ। প্রতি ইউরোর মূল্য স্থির হয়েছে ১ দশমিক ১০২৩ ডলারে। বিগত ১৪ মাসের মধ্যে যা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।

জাপানি ইয়েনের বিপরীতে ইউরোপিয়ান ইউনিয়নের প্রধান মুদ্রাটির দর ঊর্ধ্বমুখী হয়েছে শূন্য দশমিক ৬ শতাংশ। ইউরোপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ১৪৮ দশমিক ৩৪ ইয়েনে। ২০১৪ সালের পর যা সর্বোচ্চ।

Exit mobile version