বিনোদন ডেস্ক : প্রত্যেকবারের মতোই এবারও লস অ্যাঞ্জেলসে বসে গ্র্যামির ৬৭তম আসর। বিশ্বখ্যাত তারকাদের দ্যুতিতে উজ্জ্বল হয়ে উঠেছে সংগীতদুনিয়ার অন্যতম সেরা অনুষ্ঠান। এই আসরে গ্র্যামির জৌলুস যেন আরো বাড়িয়ে তুললেন মার্কিন পপতারকা বিয়ন্সে। গত বছর মুক্তি পাওয়া গায়িকার ‘কাউবয় কার্টার’ কান্ট্রি মিউজিকের এই অ্যালবাম ১১টি গ্র্যামির জন্য মনোনয়ন পেয়েছেন।

এবারের গ্র্যামিতে এতগুলো মনোনয়ন আর কেউ পাননি।
এখন পর্যন্ত সবচেয়ে বেশিসংখ্যক গ্র্যামি পাওয়ারও নজির বিয়ন্সের ঝুলিতে। সেই ঝুলিতে যোগ হলো আরো দুটি গ্র্যামি। এবারের আসরে গ্র্যামির মঞ্চে ফের ইতিহাস গড়লেন মার্কিন এই পপতারকা।

৫০ বছর পর এই প্রথমবার কোনো ‘কৃষ্ণাঙ্গ’ সংগীতশিল্পী গ্র্যামি জিতলেন বেস্ট কান্ট্রি অ্যালবাম বিভাগে।

২০২৫ সালের গ্র্যামির মঞ্চে সেরা কান্ট্রি অ্যালবামের শিরোপা পেল বিয়ন্সের ‘কাউবয় কার্টার’। গত বছর মুক্তি পাওয়া এই অ্যালবামটি মূলত আমেরিকার পশ্চিম অংশে বসবাসকারী কৃষ্ণাঙ্গ পশুপালকদের নিয়ে।

সেই অ্যালবামই পেল গ্র্যামির সেরার শিরোপা।

এদিন বিয়ন্সের হাতে গ্র্যামি তুলে দেন টেইলর সুইফট। অ্যাওয়ার্ড হাতে নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিয়ন্সে বলেন, আমি সবাইকে অনুপ্রেরণা জোগাতে চাই নিজের প্যাশন নিয়েই যেন সবাই কাজ করেন।

কেবল সেরা কান্ট্রি অ্যালবাম নয়, মাইলি সাইরাসের সঙ্গে জুটি বেঁধে বেস্ট কান্ট্রি ডুও/গ্রুপ পারফরম্যান্সের জন্যও গ্র্যামি জিতেছেন বিয়ন্সে। ‘আই মোস্ট ওয়ান্টেড’ পারফরম্যান্সের জন্য গ্র্যামি জিতেছেন দুই তারকা। এদিন ইতিহাস গড়ার মঞ্চে নজর কেড়েছে বিয়ন্সের সাজও।

আলোচনা চলছে তার শিমারি গাউন নিয়ে।
প্রসঙ্গত, এর আগে গ্র্যামিতে সর্বোচ্চ ৩২ গ্র্যামি জয়ের রেকর্ড করেছিলেন মার্কিন পপতারকা বিয়ন্সে।