বিনোদন ডেস্ক : প্রায় তিন বছর পর ভারতে ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। প্রথমবারের মতো মেয়ে মালতীকে নিয়ে নিজ দেশে ফিরছেন অভিনেত্রী। এতদিন পর দেশে ফিরছেন বলে স্বভাবতই উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা।
সোমবার ভোরে প্রিয়াঙ্কা তার ইনস্টাগ্রাম স্টোরিতে বিমানের বোর্ডিং পাসের ছবি পোস্ট করে লিখেছেন, ‘অবশেষে বাড়ি ফিরছি… দীর্ঘ তিন বছর পরে।’ কোভিড মহামারী শুরুর পরে এটি হবে তার প্রথম ভারত সফর। করোনা চলাকালীন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজেদের বাড়িতেই ছিলেন নিক-প্রিয়াঙ্কা।
২০১৮ সালের ডিসেম্বরে ভারতের যোধপুরের উমেদ প্রাসাদে গাঁটছড়া বাঁধেন নিক -প্রিয়াঙ্কা। চলতি বছরের ১৫ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সান দিয়াগো শহরের একটি হাসপাতালে জন্ম হয় নিক-প্রিয়াঙ্কার মেয়ের। পরে ২২ জানুয়ারি সারোগেসির মাধ্যমে সন্তান গ্রহণের কথা ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে জানান তারা। এই দম্পতি তাদের প্রথম সন্তানের নাম রেখেছেন মালতি মেরি চোপড়া জোনাস।
গায়ক নিক জোনাসের সঙ্গে বিয়ের পর মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।