Home অর্থনীতি ৩৫ হাজার কর্মীকে চাকরিচ্যুত করছে এইচএসবিসি

৩৫ হাজার কর্মীকে চাকরিচ্যুত করছে এইচএসবিসি

অনলাইন ডেস্ক : ৪.৫ বিলিয়ন মার্কিন ডলার খরচ কমাতে বিশ্বব্যাপী ৩৫ হাজার কর্মীকে চাকরিচ্যুত করছে ব্রিটেনের বৃহত্তম ব্যাংক এইচএসবিসি। ব্যাংকটির মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ১৭ জুন এ খবর প্রকাশ করেছে।

যদিও কর্মী ছাঁটাইয়ের এ পরিকল্পনা নতুন নয়। গত ফেব্রুয়ারিতেই এইচএসবিসি এ বিষয়ে ঘোষণা দেয়। পরে করোনাভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়লে পরিকল্পনা বাস্তবায়িত করতে বিলম্ব ঘটে। মার্চে প্রতিষ্ঠানটি জানিয়েছিল, তারা করোনা মহামারীর মধ্যেই কর্মীদের বের করে দিতে পারেন না। জুনে এসে গত ফেব্রুয়ারি মাসে গৃহীত পরিকল্পনাই বাস্তবায়িত করছে এইচএসবিসি।

ব্যাংকের সব বাহ্যিক নিয়োগও স্থগিত লাখা হবে বলে জানিয়েছেন এইচএসবিসির প্রধান নির্বাহী নোয়েল কুইন। একটি নথিতে তিনি বলেছেন, কর্মী ছাঁটাইয়ের বিষয়ে গত ফেব্রুয়ারিতে প্রথম ঘোষণা দেওয়া হয়েছিল। সেটি এখন আরও বেশি জরুরি হয়ে পড়েছে।

Exit mobile version