Home অর্থনীতি ২ বছরের মধ্যে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বনিম্ন

২ বছরের মধ্যে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বনিম্ন

অনলাইন ডেস্ক : ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও কমেছে। এ নিয়ে টানা সাত সপ্তাহ তা কমল। বর্তমানে দেশটির রিজার্ভ দাঁড়িয়েছে ৫৪৫ দশমিক ৬৫২ বিলিয়ন ডলার। এক্ষেত্রে ১৬ সেপ্টেম্বর শেষ হওয়া সপ্তাহ পর্যন্ত হিসাব আমলে নেয়া হয়েছে।

গত শুক্রবার ভারতের কেন্দ্রীয় ব্যাংক (আরবিআই) এসব তথ্য জানিয়েছে। তাদের বরাত দিয়ে এ নিয়ে প্রতিবেদন ছেপেছে হিন্দুস্তান টাইমস।

এতে বলা হয়, এর আগে ৯ সেপ্টেম্বর শেষ হওয়া সপ্তাহে দেশটির বিদেশি মুদ্রার রিজার্ভ দাঁড়ায় ৫৫০ দশমিক ৮৭১ বিলিয়ন ডলার।

সে হিসাবে সবশেষ সপ্তাহে ভারতের রিজার্ভ ৫ দশমিক ২২ বিলিয়ন ডলার হ্রাস পেয়েছে। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

তাতে উল্লেখ করা হয়, বর্তমান ভারতীয় রিজার্ভ ২ বছরের মধ্যে সর্বনিম্ন। সর্বশেষ ২০০২ সালে ২ অক্টোবর সেটা এ অবস্থায় ছিল।

সম্প্রতি ২০ বছরের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের ডলারের দাম। পাশাপাশি মার্কিন ট্রেজারি ইল্ডও ঊর্ধ্বমুখী হয়েছে। ফলে সর্বকালের সর্বনিম্নে নেমে গেছে ভারতের মুদ্রা রুপির দর।

এতে দেশটির ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়েছে। বিশেষ করে আমদানি ব্যাপক কমে গেছে। শেয়ারবাজারে ধস নেমেছে। সেই সঙ্গে ডলারের সংকট দেখা দিয়েছে। রিজার্ভ থেকে মুদ্রাবাজারে তা সরবরাহ করেও উদ্ভূত সমস্যার সমাধান হচ্ছে না।

Exit mobile version