স্পোর্টস ডেস্ক : শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে আকাশের দিকে দু’হাত উঁচিয়ে আনন্দের চিৎকার দিলেন গ্যারেথ সাউথগেইট। ২৫ বছরের পুরনো আক্ষেপ ঘুচলো ইংলিশ কোচের। ওয়েম্বলি স্টেডিয়ামে ইউরো চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোর লড়াইয়ে জার্মানিকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছালো ইংল্যান্ড। একটি করেন গোল করেন রাহিম স্টার্লিং ও হ্যারি কেইন।
১৯৯৬ সাল, ইউরোর সেমিফাইনালে ওয়েম্বলি স্টেডিয়ামেই জার্মানির বিপক্ষে হেরে বাদ পড়ে ইংল্যান্ড। ১-১ গোলে সমতায় থাকা ম্যাচটি টাইব্রেকারে নিষ্পত্তি হয়। সেখানে প্রথম ৫ শট থেকেই গোল তুলে নেয় দুই দল। ষষ্ঠ শটে লক্ষ্যভেদ করতে পারেননি তৎকালীন দলের ডিফেন্ডার গ্যারেথ সাউথগেইট। সেই আসরে ফাইনালে চেক প্রজাতন্ত্রকে হারিয়ে শিরোপা জিতেছিল জার্মানি। আর আজকে একই ভেন্যুতে শেষ ষোলো থেকে জার্মানদের বিদায় করলো সাউথগেইটের ইংল্যান্ড।

এদিন প্রথমার্ধে বল দখলে ও আক্রমণে দু’দলই সমান দাপট দেখায়।

তবে দ্বিতীয়ার্ধে গোল করার জন্য মরিয়া হয়ে ওঠে জার্মানি। বিপরীতে কাউন্টার অ্যাটাক থেকে দু’টি গোল করে ইংল্যান্ড। গোটা ম্যাচে ৪৬ শতাংশ বল দখলে রেখে ৫টি শট নেয় ইংল্যান্ড, যার ৪টি লক্ষ্যে ছিল। অপরদিকে ৫৪ শতাংশ বল দখলে রেখে ৯টি শটের ৩টি লক্ষ্যে রাখে জার্মানি।
৭৫তম মিনিটে লিড নেয় ইংল্যান্ড। এসময় দলগত আক্রমণে লক্ষ্যভেদ করেন রাহিম স্টার্লিং। এরপর অবশ্য ম্যাচে ফেরার দারুণ সুযোগ পায় জার্মানি। তবে কাউন্টার অ্যাটাকে ইংলিশ গোলরক্ষককে একা পেয়েও বল লক্ষ্যে রাখতে পারেননি টমাস মুলার।
এরপর ৮৬তম মিনিটে দ্বিতীয় গোলটি করেন অধিনায়ক হ্যারি কেইন।