অনলাইন ডেস্ক : বয়স হয়েছে মাত্র ২৫ বছর। এরই মধ্যে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতের সংসদ সদস্য হতে চলেছেন ৩ তরুণী ও ১ তরুণ। ভারতের মধ্যে কনিষ্ঠতম সাংসদ হিসেবেই তালিকাভুক্ত হয়েছেন এই চারজন। দেশের আলাদা আলাদা প্রান্ত থেকে আলাদ আলাদা দলের প্রার্থী হলেও এদের মধ্যে মিল একটাই। আর তা হল এদের বয়স। এই চার সাংসদ হলেন পুষ্পেন্দ্র সরোজ, প্রিয়া সরোজ, শম্ভাবি চৌধুরী এবং সঞ্জনা জাটভ।

প্রিয়া সরোজ: ২০২৪ সালের নির্বাচনে উত্তরপ্রদেশের মছলিশহর আসনে এসপির টিকিটে লড়েছিলেন ২৫ বছর বয়সী প্রিয়া সরোজ। ফল বেরোতেই দেখা যায় বর্তমান বিজেপি সাংসদ ভোলানাথকে ৩৫ হাজার ৮৫০ ভোটের ব্যবধানে হারিয়েছেন তিনি। প্রিয়া সরোজের বাবা তুফানি সরোজ তিনবারের সংসদ সদস্য।

শম্ভাবি চৌধুরী: এলজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করে বিহারের সমস্তিপুর আসনে বিজয়ী হয়েছেন শম্ভাবি চৌধুরী। হারিয়েছিলেন জনতা দলের (ইউনাইটেড) মন্ত্রী মহেশ্বর হাজারীর ছেলে কংগ্রেসের সানি হাজারীকে। জয়ের ব্যবধান ছিল এক লাখেরও বেশি। শম্ভাবি চৌধুরী অশোক চৌধুরীর মেয়ে। যিনি বিহারের নীতীশ কুমারের নেতৃত্বাধীন মন্ত্রিসভার অংশ। অশোক চৌধুরী সম্প্রতি কংগ্রেস ছেড়ে জেডিইউ তে গিয়েছিলেন। শম্ভাবি চৌধুরীর দাদা প্রয়াত মহাবীর চৌধুরীও কংগ্রেসের একজন অংশ ছিলেন এবং বিহারের কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন রাজ্যের মন্ত্রী হিসাবে কাজ করেছিলেন।

সঞ্জনা জাটভ: সঞ্জনা জাটভ একজন কংগ্রেস প্রার্থী ছিলেন। রাজস্থানের ভরতপুর আসনে দাঁড়িয়েছিলেন তিনি। পরে ওই আসনে জিতেওছেন তিনি। বিজেপি প্রার্থী রামস্বরূপ কলিকে ৫১ হাজার ৯৮৩ ভোটের ব্যবধানে হারয়েছেন তিনি। রাজস্থানের গত বছরের বিধানসভা নির্বাচনেও তিনি লড়াই করেছিলেন কিন্তু সেবার মাত্র ৪০৯ ভোটে বিজেপির রমেশ খেদির কাছে পরাজিত হয়েছিলেন। একটি ভিডিয়োতে লোকসভা নির্বাচনের ফল বেরোতেই সঞ্জনা জাটভকে অন্যান্যদের সঙ্গে উদ্যাপনে মেতে উঠতে এবং নাচতে দেখা যায়। ২০১৯ সালে মহারাজা ব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়েছেন দলিত পরিবারের মেয়ে সঞ্জনা। তার স্বামী কাপ্তান সিং হলেন রাজস্থান পুলিশের কনস্টেবল। তাদের দুটি সন্তানও আছে। নির্বাচন কমিশনে হলফনামা জমা দিয়ে সঞ্জনা জানিয়েছিলেন তাদের সম্পত্তির পরিমাণ ২৩ লাখ। ধার রয়েছে ৭ লাখ টাকা। বিধানসভা ভোটের হারের হতাশা কাটিয়ে দিয়েছে ২০২৪ সালের জয়।

পুষ্পেন্দ্র সরোজ

পুষ্পেন্দ্র সরোজ: একজন সমাজবাদী পার্টির সদস্য পুষ্পেন্দ্র। এবারের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের কৌশাম্বী লোকসভা আসনে প্রার্থী হয়েছিলেন তিনি। বিজেপি সাংসদ বিনোদ কুমার সোনকারকে ১ লাখেরও বেশি ব্যবধানে হারিয়েছেন তিনি। পুষ্পেন্দ্র এসপির জাতীয় সাধারণ সম্পাদক। পাঁচবারের বিধায়ক এবং উত্তরপ্রদেসের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রজিৎ সরোজের ছেলে তিনি।