বিনোদন ডেস্ক : সাইফ আলি খানের উপর হামলার ঘটনা নিয়ে এখনও মুম্বইবাসীর ত্রাস কাটেনি। ১৫ জানুয়ারি মধ্যরাতে সাইফের বান্দ্রার বাড়িতে ঢুকে পড়েছিলেন এক ব্যক্তি। উদ্দেশ্য ছিল, ডাকাতি। কিন্তু বাধা দেওয়ায় সাইফের উপর চড়াও হয়েছিলেন তিনি।

হামলাকারীর ছুরিকাঘাতে রক্তাক্ত হয়েছিলেন নায়ক। সঙ্গে সঙ্গে ছুটে যান হাসপাতালে। ঘটনার তিন দিনের মাথায় গ্রেপ্তার হন অভিযুক্ত শরিফুল। এরপরও সেই হামলার রেশ রয়েই গেছে।

সাইফের ওপর এই হামলার ঘটনার জন্য কারিনা কাপূরকে একহাত নিলেন পরিচালক আকাশদীপ সাবির ও তার স্ত্রী শিবা। কারিনাকে নিয়ে তাদের কটাক্ষ, কোটি কোটি টাকা পারিশ্রমিক নিয়েও নিজের বাড়িতে একজন নিরাপত্তারক্ষী অথবা গাড়ির চালক রাখতে পারেননি।

এই প্রসঙ্গে আসার আগে তারা চলচ্চিত্র জগতে পুরুষ ও মহিলা অভিনেতাদের পারিশ্রমিক নিয়ে কথা বলেন। তাদের দাবি, অল্লু অর্জুনের জন্যই ‘পুষ্পা ২’ ছবি জনপ্রিয়তা পেয়েছে। তাই রাশ্মিকা মান্দানার থেকে বেশি টাকা পারিশ্রমিক পেয়েছেন অল্লু।

এর পরেই আকাশদীপ ও তার স্ত্রী কারিনাকে কটাক্ষ করেন। আকাশদীপ খোঁচা দিয়ে বলেন, ‘নারী-পুরুষের পারিশ্রমিকের অসমতার জন্যই তো ২১ কোটি টাকা পারিশ্রমিক পেয়েও নিজের বাড়ির বাইরে একজন নিরাপত্তারক্ষী নিযুক্ত করতে পারেননি কারিনা। তাদের ১০০ কোটি টাকা দিলে তবেই রাতের জন্য একজন নিরাপত্তারক্ষী আর সব সময়ে একজন গাড়ির চালক রাখতে পারবেন।’

হামলার রাতে অটোতে চড়ে হাসপাতালে গিয়েছিলেন সাইফ। এই প্রসঙ্গেও হেসে ওঠেন আকাশদীপ। হাবেভাবে বুঝিয়ে দেন, তিনি অটোর কথা বিশ্বাসই করেননি।

বর্ষীয়ান পরিচালক জানান, তিনি কারিনাকে অনেক ছোট থেকেই চেনেন। তার কথায়, ‘কারিনা যখন খুব ছোট ছিল তখন ওর সঙ্গে দেখা হয়েছিল। করিশ্মার প্রথম ছবি ‘সাহারা’ পরিচালনা করেছিলাম। সেই সময় কারিনা একেবারেই শিশু।’

সাইফের ঘটনা নিয়ে আকাশদীপ আরও বলেন, ‘সাইফ-কারিনা খুবই সম্মাননীয় দম্পতি। কিন্তু দুটো প্রশ্নের উত্তর কিছুতেই মিলছে না। ঘরের বাইরে কেন কোনও সিসিটিভি ক্যামেরা ছিল না?’