স্পোর্টস ডেস্ক : প্রায় ১৭ বছরের লম্বা বিরতির পর পাকিস্তান সফরে যাচ্ছে ইংল্যান্ড ক্রিকেট দল। আগামী ২০ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পাকিস্তান সফরে ৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ইংলিশরা।
মঙ্গলবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ম্যাচের সূচি চূড়ান্ত করেছে।
পিসিবি ডিরেক্টর ইন্টারন্যাশনাল ক্রিকেট জাকির খান বলেছেন, আমরা নিশ্চিত করতে পেরে অত্যন্ত আনন্দিত যে ইংল্যান্ড করাচি এবং লাহোরে সাতটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। এ সিরিজ আমাদের ক্রিকেটারদের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সম্পন্ন করতে সহায়তা করবে।
২০ সেপ্টেস্বর করাচিতে প্রথম টি-টোয়েন্টি দিয়ে সফরের আনুষ্ঠানিকতা শুরু হবে। সিরিজের বাকি ম্যাচগুলো যথাক্রমে- ২২, ২৩, ২৫, ২৮ আর ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। সপ্তম টি-টোয়েন্টি ম্যাচটি হবে ২ অক্টোবর।
সিরিজের প্রথম চার ম্যাচ করাচি আর শেষ তিন ম্যাচ লাহোরে অনুষ্ঠিত হবে।