Home আন্তর্জাতিক ১৭ দিন পর পৃথিবীর আলো দেখলেন তারা

১৭ দিন পর পৃথিবীর আলো দেখলেন তারা

অনলাইন ডেস্ক : অবশেষে উদ্ধার হলেন ভারতে সুড়ঙ্গ ধসে আটকে পড়া শ্রমিকরা। আজ মঙ্গলবার রাতে ১৭ দিন পর উদ্ধার করা সম্ভব হয় তাদের। শ্বাসরুদ্ধকর এক অভিযান শেষে একে একে বের করে আনা হয় ৪১ শ্রমিককে। উত্তরাখন্ড সরকার এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

গত ১২ নভেম্বর রবিবার সকালে ভারতের উত্তরাখন্ডে ওই সুড়ঙ্গ ধসে ৪১ জন শ্রমিক আটকা পড়েন। তবে তারা সবাই নিরাপদে আছেন বলে জানিয়েছে দেশটির সরকার। প্রায় ২৪ ঘণ্টা পর সোমবার তাদের সঙ্গে যোগাযোগ স্থাপনে সক্ষম হন উদ্ধারকর্মীরা।একাধিকবার তাদের উদ্ধারের পরিকল্পনা ও অভিযান ব্যর্থ হয়েছে। ঝুঁকি এড়াতে বারবার পরিকল্পনা পরিবর্তন করতে হয় উদ্ধারকর্মীদের।

সবশেষ আজ মঙ্গলবার রাতে তাদের উদ্ধার করতে সক্ষম হয় উদ্ধারকর্মীরা। ইতিমধ্যে তাদের ঘিরে উল্লাস শুরু হয়েছে। তাদের বিশেষ পথ দিয়ে হাসপাতলে নিয়ে যাওয়া হচ্ছে।

প্রথম আটকে পরা শ্রমিকদের কাছে পৌঁছান মুন্না কুরেশি নামে এক উদ্ধারকর্মী। তিনি বলেন, যখন শেষ পাথরটি সরিয়ে আমি তাদের দেখতে পাচ্ছিলাম। তখন তারা উল্লাস করছিল। আমি ভেতরে প্রবেশ করা মাত্র তারা আমাকে জড়িয়ে ধরে। মাথায় তুলে নাচতে থাকে। গত ২৪ ঘণ্টা টানা কাজ করেছি আমরা। কী যে খুশি লাগছে তা ভাষায় প্রকাশ করতে পারবো না।

ভারতের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনীর সদস্যরা প্রথমে পাইপ দিয়ে সুড়ঙ্গে প্রবেশে করেছেন। তারা আটকে পড়া শ্রমিকদের অবস্থা দেখেছেন এবং বুঝিয়েছেন কীভা সরু পাইপ দিয়ে বেরিয়ে যেতে হবে। প্রত্যেক কর্মীকে স্ট্রেচারে বেঁধে দেওয়া হয়। এবং ৬০ মিটার দীর্ঘপথ তাদের টেনে বের করেন উদ্ধারকর্মীরা।

Exit mobile version