রীনা গুলশান
তোমার হৃদয় বহুকাল তোমার সকল লজ্জা দিয়ে
লোকচক্ষুর অন্তরালে রেখেছিলে,
যদিও তুমি জানতে একদা এক বিষন্ন সন্ধ্যায়
তুমি সেটা অবলিলায় দান করেছিলে।
সেখানে শত শত ব্যবচ্ছেদ ছিলো জমা
অকারণে রক্তক্ষরণ
যন্ত্রণার তীক্ষ্ম ধারে,
ফালাফালা করছে সমগ্র অন্তস্থল।
তবু হাতে করে দিলে না সেটা
বড় কষ্টের, বড় আনন্দের সেই অপার প্রত্যাশা
আমি কখনো বক্ষ বিদীর্ণ করে তোমাকে দেখাতে চাইনি
চৈতন্যের নিবিষ্ঠ আহ্বান।
তবু তুমি ভিখারীর মত
হাত জোড় করে চেয়েছিলে কাক্সিক্ষত চাওয়ায়,
হায় হতোদ্র সেকি হাতে রাখা পূর্ণিমার চাঁদ?
একদা পদদলে পিষ্টিত সেই শতচ্ছেদ হৃদকম্পন
আজ আর কোনখানে নেই।
ক্যাবোলই ছিন্নভিন্ন মলিন হাহাকার।
কি চাও তুমি ভিখারী?
শতহস্তে দলিত মথিত সেই হৃদয় খানি,
ঐ দ্যাখো, আস্তাকুঁড়ে চেয়ে আছে তোমারই দিকে।