Home আন্তর্জাতিক হিজাব বাধ্যতামূলক, ইরানে ফের নীতি পুলিশের টহল

হিজাব বাধ্যতামূলক, ইরানে ফের নীতি পুলিশের টহল

অনলাইন ডেস্ক : ফের দেশজুড়ে নীতি পুলিশের টহল শুরু হয়েছে ইরানে। নারীদের বাধ্যতামূলক হিজাব পরিধান আইন নিশ্চিত করতেই দেশটিতে নতুন করে নৈতিকতা পুলিশ মাঠে নামানো হয়েছে। খবর বিবিসি ও আল জাজিরার।

গতকাল রোববার ইরানের নীতি পুলিশের মুখপাত্র সাঈদ মোন্তাজেরআলমেহদি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নীতি পুলিশ এখন হেঁটে এবং যানবাহনের সাহায্যে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে যাদের পরিধান ইসলামী প্রজাতন্ত্রে উপযুক্ত বলে মনে করা হয় না।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির নীতি পুলিশ নারীদের পোশাকবিধি মেনে চলা এবং জনসমক্ষে চুল ঢেকে রাখা নিশ্চিত করবে। যারা হিজাবের আইন মানবে না তাদের গ্রেপ্তার করবে।

সাঈদ মোন্তাজেরআলমেহদি বলেন, কর্মকর্তারা আগে নারীদের সতর্ক করবে যারা হিজাব পরিধানের নিয়ম মানবে না। যদি তারা আইন না মানে তাহলে পুলিশ আইনি পদক্ষেপ নেবে।

গত বছরের সেপ্টেম্বরে দেশটিতে ঠিকমতো হিজাব না পরায় মাশা আমিনি নামে এক তরুণীকে গ্রেপ্তার করে নীতি পুলিশ। এরপর পুলিশি হেফাজতে তার মৃত্যু হয়। তার মৃত্যু ঘিরে ইরানজুড়ে কয়েক মাস ধরে চলে নজিরবিহীন বিক্ষোভ।

এতে শত শত বিক্ষোভকারী নিহত হন। সেইসময় দেশটির কর্তৃপক্ষ এক প্রকার বাধ্য হয়েই নীতি পুলিশের টহল স্থগিত করে। কিন্তু ১০ মাস পর দেশটি আবার নীতি পুলিশের টহল শুরু করল।

Exit mobile version