বকুল ভৌমিক

জীবন ভাসে সময়ের স্রোতে
পাওয়া না পাওয়ার যুদ্ধে মেতে;
সকল আশার রূদ্ধ দ্বারে
সাজায় দুঃখ সুখের শয্যা পরে।

কেউ বা ভাগ্যের সাথে সন্ধি করে
পরে থাকে অবহেলায়
অসহায়তার সাথে নিষ্ঠুর খেলায়
জীবন আঁটে করুণার ভেলায়
অনাহারে, দুঃখ কষ্ট বুকে যন্ত্রণায়
এ পৃথিবী যেন তাহাদের জন্য নয়
সমাজ ব্যবস্থার নিষ্ঠুর খেলায়।

কেউ বা তবে উন্নতির নেশায়
পাপে সম্পদের পাহাড় গড়ে
ক্ষমতা আর প্রাচ্যের বিশালতায়
মেতে উঠে দম্ভ, অহংকারে।

হায়রে জীবন, অজানা জীবন
শুধু নির্মম নির্দয়তা
যেন সকল পরিসরে বিসর্জনে মানবতা।

সময়ের টানে সময় ফুরিয়ে যায়
দিনের শেষে সন্ধ্যা বেলায়
সঞ্চয়ে কতটুকু তা না মিলায়।
অটোয়া