অনলাইন ডেস্ক : হারিয়ে যাওয়া কানের দুল খুঁজতে গিয়ে মিলল বিশাল এক গুপ্তধন। ঘটনাটি শুনে অবাক করার মতো হলেও এমনটায় ঘটেছে ইউরোপের দেশ নরওয়ের এক বাসিন্দার সঙ্গে।

বিবিসির বরাত দিয়ে সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, নরওয়ে সংলগ্ন জোমফ্রুল্যান্ড দ্বীপের ঘটনা এটি। সেখানকার একটি বাড়ির বাগানের গাছের নিচেই ছিল কোটি টাকা মূল্যের গুপ্তধন। দুল খুঁজতে গিয়ে সেই বাগানবাড়ির সদস্যরা সন্ধান পান বহুমূল্যের বিভিন্ন প্রাচীন জিনিসের। যার মধ্যে রয়েছে একটি বড় ব্রোচ।

এদিকে এ ঘটনার খবর প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায়।

খুঁজে পাওয়া জিনিসগুলো দেখে বিশেষজ্ঞরা মনে করছেন সেগুলো নয় শতকের ভাইকিং সভ্যতার। সেসময় কোনও নারীকে ওই অঞ্চলে কবর দেওয়া হয়েছিল। রীতি অনুযায়ী মৃতদেহের সঙ্গে যে আনুষঙ্গিক জিনিস দেওয়া হত তারই অংশ ওই গুপ্তধন।

অনেকেই ওই ভাগ্যবান পরিবারটিকে অভিনন্দন জানিয়েছেন। এ নিয়ে নরওয়ের সাংস্কৃতিক ও ঐতিহ্য কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়, ভাইকিংদের আমলের বিভিন্ন অমূল্য জিনিস খুঁজে পাওয়ার জন্য পরিবারটিকে আমরা অভিনন্দন জানাচ্ছি।