Home আন্তর্জাতিক হামাসের শীর্ষ ১০ নেতার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র

হামাসের শীর্ষ ১০ নেতার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক : হামাসের শীর্ষ ১০ নেতা ও অর্থ প্রদানকারী সদস্যদের উপরে নিষেধাজ্ঞা প্রদান করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার ১০ জন হামাস সদস্যেকে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যারা গাজা, সুদান, তুরস্ক, আলজেরিয়া এবং কাতার জুড়ে সংগঠনটির আর্থিক নেটওয়ার্কসহ ইসরায়েলে আক্রমণের জন্য দায়ী। যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টের ফরেন অ্যাসেট কন্ট্রোল অফিস থেকে একটি বিবৃতির মাধ্যমে এই নিষেধাজ্ঞা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ৭ অক্টোবর হামাস সন্ত্রাসীরা যে ভয়াবহ হামলা চালিয়েছিল তা বিশ্বকে হতবাক করেছে।

মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের জনগণের প্রতি নিঃশর্ত সমর্থন প্রকাশ করেছে যখন তারা এই দুঃখজনক সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র এইসব সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানাচ্ছে যার ফলে অসংখ্য প্রাণ হারিয়েছে এবং পরিবারগুলো ক্ষতিগ্রস্থ হয়েছে।

হামাসের শীর্ষ ১০ নেতার প্রতি নিষেধাজ্ঞার ঘোষণা করে বিবৃতিতে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র গাজা এবং অন্যত্র হামাস সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য, অপারেটিভ এবং আর্থিক সহায়তাকারী দশজন প্রধানদের উপর নিষেধাজ্ঞা আরোপ করছে। এই ব্যক্তিরা হামাস এবং অন্যান্য সন্ত্রাসী সংগঠনকে সমর্থন করেছে, হামাসকে তাদের নৃশংস সন্ত্রাসবাদ পরিচালনা করতে এবং ইসরায়েলের উপর জঘন্য হামলার মতো কাজ করতে সহায়তা করেছে।

ইসরায়েলে হামলার জন্য হামাসকে দায়ী করে বিবৃতিতে বলা হয়েছে, আজকের কর্মকাণ্ড হামাস সন্ত্রাসীদের এবং তাদের নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত। ফিলিস্তিনিদের নয়। হামাসের জঙ্গিরা ইসরায়েলের জনগণের উপর যে হত্যাযজ্ঞ চালিয়েছে তার জন্য হামাস একাই দায়ী। অবিলম্বে হামাসের হেফাজতে থাকা সমস্ত জিম্মিকে মুক্তি দেওয়া উচিত।

হামাসের সন্ত্রাসী কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করার জন্য আমাদের হাতে থাকা সমস্ত সরঞ্জাম ব্যবহার করতে যুক্তরাষ্ট্র পিছপা হবে না।
বিবৃতিতে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট অব এক্সিকিউটিভ অর্ডারের কথা উল্লেখ করে বলা হয়েছে, সন্ত্রাসী কার্যক্রমে অর্থায়নকে ব্যাহত করার ইতিহাস রয়েছে মার্কিন ট্রেজারির। আমরা হামাসের বিরুদ্ধে আমাদের হাতিয়ার ব্যবহার করতে দ্বিধাবোধ করব না।

বুধবার প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েল সফরে যান। তারই মধ্যে এ নিষেধাজ্ঞা দেওয়া হলো।

যুক্তরাষ্ট্র এর আগে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে।
৭ অক্টোবর হামাস ইসরায়েলের অভ্যন্তরে আচমকা হামলা চালায়। এতে ১,৪০০ জন নিহত হন। এরপর ইসরায়েল যুদ্ধ ঘোষণা করে পাল্টা প্রতিশোধমূলক হামলা শুরু করে। হামাসের স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, ইসরায়েলের হামলা শুরু করার পর থেকে গাজায় এখন পর্যন্ত প্রায় তিন হাজার মানুষ নিহত হয়েছেন।

 

Exit mobile version