বিনোদন ডেস্ক : সময়ের সঙ্গে বেড়েই চলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর ব্যবহার। এটা আমাদের অনেক কাজ সহজ করেছে। তবে একদল অসৎ মানুষ এআইয়ের সাহায্য নিয়ে প্রতারণা করছে। এবার ফরাসি এক নারী এআই প্রতারণার শিকার হলেন, হারিয়েছেন ১ মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় ১২ কোটি টাকার বেশি।
হলিউড রিপোর্টারের প্রতিবেদন থেকে জানা যায় হলিউড অভিনেতা ব্র্যাড পিটে অগণিত ভক্ত রয়েছে। এবার অভিনেতার সেই কার্তি কাজে লাগালেন প্রতারকরা। এআইয়ের সাহায্য ব্র্যাড পিটের একাধিক ছবি তৈরি করে পাঠানো হয় ফরাসি নাগরিক অ্যানিকে। ব্র্যাড পিটের একটি ফেক ইনস্টাগ্রাম আইডি বানিয়ে ঐ নারীকে ক্রমাগত বার্তা পাঠানো হয়। ঐ নারীও বিশ্বাস করেন অভিনেতা তার প্রেমে পরে এমন করছে। এক পর্যায়ে ঐ আইডি থেকে পিটের হাসপাতালের ছবি পাঠানো হয়। আর ঐ নারীর কাছে ১ মিলিয়ন মার্কি ডলার চাওয়া হয়। অ্যানও তার প্রিয় অভিনেতার কষ্টের কথা ভেবে সেই টাকা পাঠিয়ে দেন।
ভুয়া ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি থেকে দাবি করা হয়, অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে ব্র্যাড পিটে বিবাহবিচ্ছেদের মামলার কারণে ব্যাংক অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে। ফলে তিনি নিজের চিকিৎসার খরচ চালাতে পারছেন না। জরুরি অবস্থায় অভিনেতার কিডনি প্রতিস্থাপনের জন্য দরকার ১ মিলিয়ন মার্কিন ডলার। পুরো বিষয়টি ৫৩ বছর বয়সী অ্যানি সামনে আনেন গত ১২ জানুয়ারি ফ্রান্সের একটি টিভি চ্যানেলে। অ্যানি বলেন, ব্র্যাড পিটের মা জেন ইটা পিটের নামে একটি ভুয়া অ্যাকাউন্ট থেকে মেসেজটি আসে। আর এর ঠিক একদিন পরে, অন্য একটি অ্যাকাউন্ট নিজেকে অভিনেতা ব্র্যাড পিট হিসাবে পরিচয় দেয়া হয় আমাকে। আমাদের দুজনের নিয়মিত কথা হতো তাই খুব সহজেই অল্প সময়ে আমরা ভালো বন্ধু হয়ে যাই।
অন্যদিকে অ্যানির স্বামী ছিলেন একজন কোটিপতি। তবে সেই সম্পর্ক ভালো যাচ্ছিল না, তাই বিবাহবিচ্ছেদ হয় তাদের। অ্যানি বিবাহবিচ্ছেদের পর ৭ লক্ষ ৭৫ হাজার ইউরো ক্ষতিপূরণ পান। অ্যানি জানান, বিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়েন আর সে সময় তার জীবনে আসে ব্র্যাড পিট। ব্র্যাড পিটের ভুয়া আইডি থেকে প্রেমের কবিতা এবং প্রেমের বার্তা পেতে শুরু করেছিলেন অ্যান। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি তার ভিডিও এবং ছবি আসতো ঐ আইডি থেকে। এক পর্যায়ে ঐ নারী ধরেই নেন হলিউড অভিনেতা পিটের সঙ্গে প্রেম চলছে তার সেই ভরসা থেকেই টাকা পাঠিয়ে দেন তিনি।
অ্যানি তার বিবাহবিচ্ছেদের ক্ষতিপুরণ হিসেবে পাওয়া ৭ লক্ষ ৭৫ হাজার ইউরো ব্র্যাড পিটের ভুয়ো আইডিতে পাঠিয়ে দিয়েছিলেন। ২০২৪ সালে এই ঘটনাটি ঘটে ঐ নারীর সঙ্গে। যখন তিনি জানতে পারেন এতোদিন তাকে প্রতারিত করা হচ্ছিল তখন অ্যানি মানসিকভাবে ভেঙে পড়েন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়।