অনলাইন ডেস্ক : অন্টারিও সরকার বর্তমান এবং ভবিষ্যত প্রজন্ম উভয়ের জন্য প্রভিন্স জুড়ে স্বাস্থ্যসেবায় আরও বেশি কর্মী নিয়োগ দেওয়ার জন্য নতুন পরিকল্পনা তৈরি করছে। সংযুক্ত এবং সুবিধাজনক সেবার জন্য একটি পরিকল্পনার অংশ হিসেবে সরকার তিনটি নতুন প্রোগ্রাম চালু করছে যা অন্টারিওতে কাজ করার জন্য আন্তর্জাতিকভাবে প্রশিক্ষিত চিকিৎসকদের বাধাগুলো সরিয়ে দেবে।
পরামর্শের সুযোগসহ আরও স্বাস্থ্যসেবা কর্মীদের ধরে রাখা এবং উদ্ভাবনী উপায়গুলো অন্বেষণ করা, যাতে স্বাস্থ্যসেবা কর্মীরা তাদের নিজস্ব স¤প্রদায়ের লোকেদের কাছে সুবিধাজনক সেবা প্রদান করতে পারে। স্বাস্থ্যমন্ত্রী সিলভিয়া জোন্স জানিয়েছেন যে, স্বাস্থ্যসেবা খাতে কর্মী বাড়াতে অন্টারিও তিনটি কর্মসূচি চালু করছে। ৪ কোটি ডলারের একটি কর্মসূচি আন্তর্জাতিকভাবে প্রশিক্ষিত চিকিৎসকদের আরও দ্রুত কাজ করতে সহায়তা করবে। এ ছাড়া নার্সিং মেন্টর প্রোগ্রামের ঘোষণাও আগে দেওয়া হয়েছিল, যা এখন চালু হচ্ছে। প্রভিন্স জুড়ে হাসপাতালগুলো যখন নার্স সংকটে হিমশিম খাচ্ছে ঠিক সেই সময় এই ঘোষণা এলো।
নার্স সংকটের কারণে ডজনখানেক অস্থায়ী জরুরি কক্ষ বন্ধ করে দিতে হয়েছে। বর্তমানে ৯ হাজার নিবন্ধিত নার্সের পদ খালি আছে। মডেলস কেয়ার ইনোভেশন ফান্ডের আওতায় হাসপাতাল, ফ্যামিলি হেলথ টিম ও অন্যান্য স্বাস্থ্য সংস্থাগুলোকে স্বাস্থ্যকর্মীর সংখ্যা বৃদ্ধির জন্য তহবিল দেওয়া হবে।
ক্লিনিক্যাল স্কলার প্রোগ্রামের আওতায় অভিজ্ঞ নার্সদের সঙ্গে নতুন গ্র্যাজুয়েট বা আন্তর্জাতিকভাবে প্রশিক্ষিত নার্সদের সংযোগ ঘটানো হবে। এই কর্মসূচি নতুন নার্সদের সহায়তা করার পাশাপাশি অভিজ্ঞ নার্সদের ধরে রাখতে সহায়ক হবে। এ ছাড়া আন্তর্জাতিকভাবে প্রশিক্ষিত নার্সদের জন্য প্র্যাক্টিস রেডি প্রোগ্রাম তাদের জন্য প্রতিবন্ধকতাগুলো দূর করবে ২০২৪ সাল নাগাদ অন্টারিওতে ৫০ জন নতুন চিকিৎসক কাজ করার সুযোগ পাবেন।
অন্টারিও সরকার আরও যা চালু করছে:
১। ডাক্তারদের জন্য ‘প্র্যাকটিস রেডি অন্টারিও প্রোগ্রাম’ যা আন্তর্জাতিকভাবে শিক্ষিত চিকিৎসকদের জন্য দীর্ঘ পুনঃশিক্ষা কার্যক্রম সম্পূর্ণ করার প্রয়োজনীয়তা দূর করে অন্টারিওতে অবিলম্বে প্র্যাকটিস করার অনুমতি দেবে। এই প্রোগ্রামটি ২০২৪ সালের মধ্যে প্রদেশের কর্মশক্তিতে ৫০ জনের বেশি নতুন চিকিৎসককে যুক্ত করবে।
২। ‘ক্লিনিকাল স্কলার প্রোগ্রাম’ যা একজন অভিজ্ঞ ফ্রন্ট লাইন নার্সকে ডেডিকেটেড পরামর্শদাতা হিসাবে নিযুক্ত করবে; সদ্য স্নাতক নার্স, আন্তর্জাতিকভাবে প্রশিক্ষিত নার্স এবং নার্স যারা উচ্চ দক্ষতা অর্জন করতে চায়। নার্সিং পেশায় আত্মবিশ্বাসের সাথে কাজ করার জন্য তাদের প্রয়োজনীয় সমর্থন রয়েছে তা নিশ্চিত করবে এ কর্মসূচী।
৩। ‘দ্য মডেলস অফ কেয়ার ইনোভেশন ফান্ড’, একটি নতুন ৪০ মিলিয়ন ডলারের তহবিল যা অন্টারিয়ানদের আরও ভাল পরিষেবা এবং যতেœর সাথে সংযুক্ত করতে স্বাস্থ্যসেবা অংশীদারদের উদ্ভাবনী ধারণা নিয়ে আসতে উৎসাহিত করবে।
উল্লেখ্য, হাসপাতাল, স্বাস্থ্যসেবা সুবিধা, দীর্ঘমেয়াদী যতœ হোম, হোম কেয়ার প্রোভাইডার, ফ্যামিলি হেলথ টিম, নার্স প্র্যাকটিশনার-নেতৃত্বাধীন ক্লিনিক এবং অন্টারিও হেলথ টিম এবং মানসিক স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী সহ অন্যান্য যোগ্য প্রতিষ্ঠান সমূহের আবেদন গত ২৪ জুলাই থেকে অন্টারিও হেলথের মাধ্যমে জমা নেওয়া শুরু হয়েছে।
২০১৮ সাল থেকে ৬৩ হাজার নতুন নার্স এবং প্রায় ৮ হাজার নতুন ডাক্তার অন্টারিওতে কাজ করার জন্য নিবন্ধিত হয়েছেন। গত বছর অন্টারিওতে ১৫ হাজারেরও বেশি নতুন নার্স এবং প্রভিন্সের নাগরিকদের সেবা দেওয়ার জন্য নিবন্ধিত হয়েছে।
এ ছাড়া, আরও ২৭ হাজার নার্স কলেজ বা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত, যা ভবিষ্যতের জন্য মেধার একটি পাইপলাইন তৈরীর বিষয়টি নিশ্চিত করেছে।