Home আন্তর্জাতিক স্কুলে ‌‘লিঙ্গ পরিচয় শিক্ষা’ নিষিদ্ধ করছে ইংল্যান্ড

স্কুলে ‌‘লিঙ্গ পরিচয় শিক্ষা’ নিষিদ্ধ করছে ইংল্যান্ড

অনলাইন ডেস্ক : ইংল্যান্ড দেশটির স্কুলগুলোর জন্য নতুন একটি প্রস্তাব পাস করতে যাচ্ছে। দেশটির নতুন খসড়া নির্দেশিকা অনুসারে, সেখানকার স্কুলগুলোতে লিঙ্গ পরিচয় সম্পর্কিত শিক্ষা দেওয়া যাবে না। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়, ইংল্যান্ড সরকার দেশটির স্কুলগুলোতে ৯ বছরের কম বয়সীদের জন্য সব ধরনের যৌন শিক্ষা ও লিঙ্গ পরিচয় শিক্ষা নিষিদ্ধ করার পরিকল্পনা করছে।

প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেন, শিশুরা বিরক্তিকর বিষয়বস্তুর সংস্পর্শে আসবে না, নতুন নির্দেশিকা তা-ই নিশ্চিত করবে।
তবে শিক্ষকদের কয়েকজন বলেন, ব্যাপক সমস্যা হচ্ছে, তার প্রমাণ নেই।

পরিকল্পনা অনুযায়ী, মাধ্যমিক-বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রোটেক্টেড ক্যারেক্টারিসটিক্স বা সুরক্ষিত বৈশিষ্ট্য সম্পর্কে শিখবে, যেমন যৌন অভিযোজন, লিঙ্গ পুনর্নির্ধারণ।

সরকার বলছে, হালনাগাদ নির্দেশিকায় স্পষ্ট করা হয়েছে, বিদ্যালয়গুলো লিঙ্গ পরিচয় ধারণার শিক্ষা দিতে পারবে না।

সন্তানদের বিদ্যালয়ের শিক্ষার উপকরণে কী থাকছে, সন্তান কী শিখছে, তা যাতে সহজেই অভিভাবকরা জানতে পারেন, সেজন্য নিয়ম আরও কঠোর করেছে দেশটির সরকার।

Exit mobile version